শুরুতে ব্যাট করে কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে শুরুতে তানজিদ তামিম, নাজমুল শান্ত ও সাকিব আল হাসান আউট হয়েছেন।
বাংলাদেশ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা লিটন দাস ১২ রান করেছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম। তানজিদ ১২ রান করে আউট হয়েছেন। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নাজমুল শান্ত। সাকিব ফিরেছেন মাত্র ১ রান করে।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক ১৪০ বলে ১৫টি চার ও সাতটি ছক্কার শটে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। চারে নামা অধিনায়ক এইডেন মার্করাম ৬০ রান করে আউট হন। শুরুর ৩৬ রানে ২ উইকেট হারানোর পর মার্করামের সঙ্গে ১৩১ রানের জুটি দেন ডি কক।
এছাড়া শেষে ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও দুটি চারের শট আসে। ডেভিড মিলার শেষে ১৫ বল খেলে চারটি ছক্কা ও এক চারের শটে ৩৪ রান করেন।