শুধু তোয়ালে জড়িয়ে দুই নারীর অ্যাকশন দৃশ্য কীভাবে সম্ভব হলো

0
169
‘টাইগার ৩’–তে মিশেল লি ও ক্যাটরিনা কাইফ। ভিডিও থেকে

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ সিনেমার ট্রেলার ভক্তরা পছন্দ করেছেন। বিশেষ করে সালমান খানের অ্যাকশন দৃশ্য, সংলাপ তাঁর ভক্ত-অনুসারীদের মন জয় করেছে। ট্রেলারে তোয়ালে পরে অ্যাকশন দৃশ্যে চমকে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। এই দৃশ্যটি কীভাবে ধারণ করা হলো, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তোয়ালে পরে এই অ্যাকশন দৃশ্য ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা গেছে মিশেল লিকে। এই হলিউড অভিনেত্রী আগে ‘ব্ল্যাক উইডো’ সিনেমা স্কারলেট জোহানসন, ‘বুলেট ট্রেন’-এ ব্রাড পিট, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ জন ডেপ, ‘ভেনম’-এ টম হার্ডির সঙ্গে অ্যাকশন করতে দেখা গেছে। এবার তিনি ‘টাওয়েল ফাইট’-এ লড়েছেন ক্যাটরিনার সঙ্গে।

শুধু তোয়ালে পরে দুই নারীর অ্যাকশন চমকে দিয়েছে ভক্তদের। মিশেল লি জানিয়েছেন, দৃশ্যটি শুটিংয়ের আগে তিনি ও ক্যাটরিনা দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছেন।

‘টাইগার ৩’ সিনেমার পোস্টার থেকে। ইনস্টাগ্রাম থেকে
‘টাইগার ৩’ সিনেমার পোস্টার থেকে। ইনস্টাগ্রাম থেকে

মিশেল লি বলেন, ‘দৃশ্যটি নিয়ে যেভাবে কথা হচ্ছে, তাতে আমি আশ্চর্য হইনি। শুটিংয়ের সময়ই মনে হচ্ছিল, বিশেষ কিছু হতে যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরে আমরা এটার অনুশীলন করেছি, তারপরই শুটিং হয়। এই সেটটা দুর্দান্তভাবে নকশা করা হয়েছিল, শুটিংটা খুব উপভোগ করেছি। এ রকম একটা আন্তর্জাতিক সিনেমার অংশ হতে পারাটা দারুণ ব্যাপার।’

ক্যাটরিনার প্রশংসা করে মিশেল আরও বলেন, ‘ক্যাটরিনা খুবই পেশাদার অভিনেত্রী। তিনি অ্যাকশন দৃশ্যটি ঠিকঠাক করার জন্য কঠোর অনুশীলন করেছেন। নিজের নড়াচড়া আরও কীভাবে নিখুঁত করা যায়, সেটা নিয়ে কাজ করেছেন। কারণ, দৃশ্যটি সহজ ছিল না।’

মিশেল জানান, অ্যাকশনের সময় তোয়ালে যাতে শরীর থেকে পরে না যায়, সেটাই ছিল তাঁদের বড় চ্যালেঞ্জ। মিশেল বলেন, ‘শুটিংয়ে বড় চ্যালেঞ্জ অবশ্যই ছিল পোশাক শরীরে আটকে রাখা। নড়াচড়ার সময় তোয়ালে শরীরে ঠিকমতো থাকা জরুরি ছিল।’

যশরাজ স্পাই ইউনিভার্সের সিনেমা ‘টাইগার ৩’ মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। মনীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.