শুটিং সেটে কোরিওগ্রাফারের মৃত্যু নিয়ে চাঞ্চল্য, মরদেহ উদ্ধার

0
8
রিতেশ দেশমুখ, ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় অভিনেতা রিতেশ দেশমুখের সিনেমার সেটে এক কোরিওগ্রাফার মারা গেছেন। পুলিশ জানিয়েছে, অভিনেতা ও পরিচালক রিতেশের ছবি ‘রাজা শিবাজি’র শুটিং সেটে ২৬ বছর বয়সী এক কোরিওগ্রাফার মারা গেছেন। মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গানের শুটিং চলাকালে নদীতে ডুবে তাঁর মৃত্যু হয়।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত নৃত্যশিল্পীর নাম সৌরভ শর্মা। গত মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর মিলনস্থলের একটি গ্রাম সংগম মাহুলিতে শুটিংয়ে এ ঘটনা ঘটে। দুই দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে।

অভিনেতা ও পরিচালক রিতেশের ছবি ‘রাজা শিবাজি’র শুটিং সেটে মারা গেছেন সৌরভ শর্মা

ঘটনা সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সেদিন একটি গানের দৃশ্যধারণ চলছিল। ওই গানে রং ছিটানোর একটি বিষয় ছিল, ফলে সৌরভও রং ছিটিয়েছিলেন। তাই তাঁর হাতে রং লেগে যায়। শুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর, তিনি সাঁতার কাটবেন বলে পানিতে নামেন। সাঁতার কাটতে কাটতে মাঝনদীতে চলে গেলে তীব্র স্রোতে ভেসে যান। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান এখনো পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ নিয়ে এখনো পুলিশ নিশ্চিত নয়।

মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করা হয়। বুধবার সকালে তা আবার শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু নৃত্যশিল্পীর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল সাড়ে ৭টা নাগাদ উদ্ধারকারী দল নদী থেকে সৌরভ শর্মার মরদেহ উদ্ধার করে। পুলিশের কাছে একটা অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আরও তদন্ত চলছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।
উল্লেখ্য, কিংবদন্তি মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ‘রাজা শিবাজি’। দুই ভাষা—মারাঠি ও হিন্দিতে মুক্তি দেওয়া হবে। পরিচালনার পাশাপাশি এর মুখ্য ভূমিকায়ও দেখা যাবে রিতেশকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.