শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কি: প্রভা

0
4
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রতিবার বসন্ত এলেই জন্মদিনের কথা শুনতে হয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। যদিও ১৩ ফেব্রুয়ারি নয়, ৩০ মার্চ তাঁর জন্মদিন। এদিকে শোনা যাচ্ছে যে তিনি আবার কাজে নিয়মিত হচ্ছেন। সেগুলো নিয়েই ‘বিনোদন’–এর মুখোমুখি হলেন প্রভা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম

প্রশ্ন:কেউ কেউ আজ আপনার জন্মদিন নিয়ে পোস্ট করছেন। সেখানে আবার কেউ মন্তব্য করছেন যে আজ আপনার জন্মদিন নয়…

সাদিয়া জাহান প্রভা: আসলেই আজ আমার জন্মদিন নয়। এটা উইকিপিডিয়ায় ইচ্ছেমতো যোগ করা তথ্য। অনলাইনে আমার পুরো তথ্যই ভুল দেওয়া। আমার মা–বাবার নাম ভুল। আমরা এক ভাই, এক বোন; সেখানে সেই তথ্যেও ভুল আছে। আমি এক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে লেখা অন্য বিশ্ববিদ্যালয়ের নাম। এমন অনেক তথ্যই ভুল আছে।

প্রশ্ন:ভুলে এই দিনে কেউ শুভেচ্ছা জানায়?

সাদিয়া জাহান প্রভা: আগে শুভেচ্ছায় ভরে যেত ইনবক্স। অনেকেই ফোন করতেন। এখন কমেছে। কাছের মানুষেরা জন্মদিন কবে, সেটা জানেন।

প্রশ্ন:কদিন আগে বলেছেন, শুটিংয়ে ফিরতে চান!

সাদিয়া জাহান প্রভা: হ্যাঁ, শুটিং নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। আগেও বলেছিলাম, পরে ফেরা হয়নি। সেই শুটিং স্থগিত হয়। এখন কাজ শুরু করেই জানাতে চাই।

সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন:একসময় দীর্ঘ ব্যস্ততায় কাটত, এখন শুটিং করছেন না, সময় কীভাবে কাটে?

সাদিয়া জাহান প্রভা: উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, হিসাববিজ্ঞান পরীক্ষা দিয়ে প্রথম বিজ্ঞাপনের কাজ করি। অল্পদিন পরই মেরিলের আরেকটি বিজ্ঞাপন করে জনপ্রিয় হই। সেই থেকেই আমার ব্যস্ততা ছিল টানা। তখন পরিবার আর কাছের মানুষদের সময় দিতে পারিনি। শুটিংয়ে প্রচুর শ্রম আর শক্তি চলে যেত। সেখান থেকে এখন পরিবার, নিজেকে, বন্ধুদের সময় দিই। রান্না আমার অনেক পছন্দের। দেখা গেল ইচ্ছা হলো, কেক বানালাম। আত্মীয়স্বজনদের বাসায় গেট টুগেদারে যাওয়া হয়। একসঙ্গে সময় কাটে। তবে করোনার পর আর নিয়মিত শুটিং করা হয়নি।

সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন:কেন নিয়মিত হচ্ছেন না?

সাদিয়া জাহান প্রভা: বেশ কিছু কারণ রয়েছে। একটা গ্যাপ পড়ে গেছে। এ ছাড়া যেমন গল্পে ফিরতে চাচ্ছি, সে রকম গল্প পাচ্ছি না। আগে যে কাজ করেছি, সেই মান বজায় রাখতে চাইছি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে শুটিংয়ে প্রচুর জনসমাগম ঘটে। প্রযোজক বা শুটিংয়ের কারও আত্মীয়, এর–ওর বন্ধু আসেন, শুটিং দেখার দর্শক তো আছেনই। শুটিং করতে গেলে তাঁরা সবাই ভিডিও করেন। দেখা যায়, শুটিংয়ে অপ্রস্তুত কোনো একটি ভিডিও কেউ ধারণ করে ইউটিউব ভিডিও, রিল, শর্টস বানাচ্ছেন। আমার কাছে এগুলো অস্বস্তিকর মনে হয়। এখন শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দুশ্চিন্তায় থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কিনা এসব নিয়ে।

প্রশ্ন:অনেক সময় দেখা যায়, অভিনয়শিল্পীরা নিজেরাও ভিডিও করছেন!

সাদিয়া জাহান প্রভা: সেটা হতে পারে। কেউ হয়তো ভিডিও করছেন। তাঁরা হয়তো বিরক্ত হন না। তবে একমাত্র মোশাররফ করিম ভাইকে দেখেছি, কেউ ছবি তুললে তিনি বিরক্ত হতেন। বরং সময় থাকলে বলতেন, কাছে এসে জিজ্ঞাসা করে ছবি তুলতে। তিনি নিজেও ভিডিও করেন না। আমার শুটিংয়ে নিজেই বসে রিল, শর্টস ভিডিও বানাব, এ ধরনের অভ্যাস নেই।

সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন:শুটিংয়ে দূর থেকে ভিডিও করা নিয়ে, বিরূপ কোনো অভিজ্ঞতার কথা ভাগাভাগি করবেন?

সাদিয়া জাহান প্রভা: একবার কোনো একটি ছাদে শুটিং করছিলাম। রোমান্টিক দৃশ্যের শুটিং চলছিল বৃষ্টির মধ্যে। দৃশ্যে দূর থেকে জড়িয়ে ধরি। সেটা কেউ একজন দূর থেকে এমন এক কোণ থেকে শুটিং করেছেন যেটা দেখে মার্জিত কিছু মনে হয় না। অথচ দৃশ্যটা ছিল মার্জিত। সেটাই কয়েক বছর পর আমার চোখে পড়ে। দেখে নিজের কাছেই অস্বস্তিকর মনে হচ্ছিল।

প্রশ্ন:আগের প্রশ্নে আবার ফিরি, আপনার না ফেরার আর কোনো কারণ আছে?

সাদিয়া জাহান প্রভা: আমার নিজেরও কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকে। দেখা যায়, শুটিং হাউস অনেক ময়লা বা নোংরা দেখলে আমার ভালো লাগে না। শুটিংয়ের মানসিকতা থাকে না। এটা হয়তো আমারই সমস্যা। তারপরও যে ভালো কোনো গল্প পাচ্ছি না, তা নয়। আমি নিজে মানসিকভাবে স্বস্তি পাব, স্বাচ্ছন্দ্য পাব, সে রকম গল্প পাচ্ছি না। এমন কাজ করে এসেছি, সেখানে আমাকে বাছবিচার করে গল্প ভাবতে হয়। আগের চেয়ে ভালো প্রকল্প না হলে শুধু শুধু কাজ করে লাভ কি, কাজ করতে ইচ্ছা করে না।

প্রশ্ন:আপনার পরিবার চেয়েছিল গায়িকা হবেন, গানও করার কথা ভেবেছিলেন, পরে কী হলো?

সাদিয়া জাহান প্রভা: আমি কিন্তু গান করার কথা ভেবেছিলাম। যাঁরা গানের সঙ্গে জড়িত, তাঁদের সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু সাড়া পাইনি। হয়তো আমার কণ্ঠ তাঁদের পছন্দ হয়নি। এখনো যদি গান করার সুযোগ থাকে, আমি অবশ্যই গান করব। গানে আমার অনেক আগ্রহ।

সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন:সম্প্রতি শাকিব খানকে ঘিরে…

সাদিয়া জাহান প্রভা: সেখানে অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। কিন্তু শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চাই কি না, এমন একটা প্রশ্ন আসায় আমি আমার মতো করে উত্তর দিয়েছি। সেটাই সবাই ভাইরাল করেছেন। আমি অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আর সাম্প্রতিক সময়ে শাকিব খানের অনেক পরিবর্তন লক্ষ করেছি। সেগুলো ভালো লেগেছে।

প্রশ্ন:আপনি একসময় জানিয়েছিলেন, নিয়মিত সিনেমার প্রস্তাব পেতেন, এখন সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে?

সাদিয়া জাহান প্রভা: আমি অনেক সিনেমায় প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। একসময় মা–বাবা চাইতেন না। আমি চাইতাম না। পরে যখন মনে হলো যে সিনেমায় ফেরা যায়, তখন আর হয়ে ওঠেনি। করি–করি করে আর করা হলো না। এমন সুযোগও আসেনি যে করতেই হবে। হয়তো আমার কণ্ঠের জন্য। তবে সিনেমা নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি।
সাক্ষাৎকার: মনজুরুল আলম, ঢাকা

সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.