সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ, আটক বিদেশিরা

0
101
সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে জব্দ করা নগদ অর্থের একাংশ, ছবি: এসপিএফের টুইটার থেকে।

বিদেশ থেকে পাচার করে আনা প্রায় ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে সিঙ্গাপুর পুলিশ। গত মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) পরিচালিত এই অভিযানকে দেশটির ইতিহাসে মানি লন্ডারিংবিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে।

জব্দের তালিকায় নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটারসহ নানা জিনিস রয়েছে।

গত মঙ্গলবার পুলিশ সিঙ্গাপুরের ট্যাংগ্লিন, বুকিট টিমাহ, অরচার্ড রোড, সেনটোসা, রিভার ভ্যালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের পর গতকাল বুধবার রাতে নারীসহ ১০ জনকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ। তাঁদের অভিযুক্ত করা হয়েছে একই রাতে।  তাঁরা সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করেন।

সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে জব্দ করা দামি হাতব্যাগের একাংশ
সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে জব্দ করা দামি হাতব্যাগের একাংশছবি: এসপিএফের টুইটার থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.