শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে গ্রেপ্তার ৬

0
51
অস্থিতিশীল করার অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।
আশুলিয়া শিল্পাঞ্চলে শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।
 
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
 
আত্মকৃতরা হলেন গিয়াস উদ্দিন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। গ্রেপ্তারকৃতরা সবাই আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বসবাস কারে।
 
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে, যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ছয়জনকে আটক করা হয়।
 
শিল্পাঞ্চলে আজ অন্তত পাঁচটি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি করাখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.