
শাহরুখ খান ও গৌরী খানের একমাত্র মেয়ে সুহানা। ছোটবেলা থেকেই ‘স্টার কিড’ হিসেবে মিডিয়ায় আলোচিত নাম। তবে অভিনয়ে অভিষেকের পর থেকে তিনি ঘুরিয়ে দিয়েছেন আলোচনার মোড়। ২০০০ সালের ২২ মে জন্ম নেন এই জেন-জি তারকা। আজ তাঁর ২৫তম জন্মদিন। পিংকভিলা, আইডিভা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য জানাচ্ছেন পৃথা পারমিতা নাগ
শাহরুখ খানের সঙ্গে ছোট্ট সুহানাকে প্রায়ই দেখা যেত আইপিএলের খেলায়। নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহ জোগাতে গ্যালারি আর মাঠে দেখা যেত তাদের। তবে সুহানা যে নিজেও খেলাপাগল, তা হয়তো জানেন না অনেকেই। স্কুলের অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের অধিনায়ক ছিলেন সুহানা। ক্রিকেট খেলাও তাঁর খুব পছন্দঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন সুহানা। এরপর ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেন। পরে অভিনয়ের প্রতি আগ্রহ থেকে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা করেন। শুধু স্টার কিড হিসেবেই নয়, নিজের পরিচয়ে তিনি যে চলচ্চিত্র অঙ্গনে ছাপ রাখতে চান, তা ফিল্ম একাডেমিতে পড়ালেখা করা থেকেই বোঝা যায়অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সুহানা ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখেছেন। তায়কোয়ান্দোতে তিনি জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেনঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১

সুহানার মধ্যে আছে একটি লেখক সত্তাও। ‘কথা ন্যাশনাল গল্প লেখা প্রতিযোগিতা’য় তিনি পুরস্কৃত হনঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১

ঘুমানোর আগে মেকআপ তুললে কখনো ভোলেন না সুহানাঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১

ব্রিটিশ পপ সংগীত শুনতে ভালোবাসেন সুহানা। প্রিয় সংগীতশিল্পী জেইন মালিক। সুহানা খানের প্রিয় ইউটিউবার কানাডার লিলি সিংঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১

ইনস্টাগ্রামে সুহানা খানের অনুসারীসংখ্যা ৬০ লাখের বেশি। জেন-জিদের স্টাইল আইকন হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। মিনিমাল সাজ দিয়ে তিনি নজর কাড়েন সব সময়ই। তবে রূপচর্চার ক্ষেত্রে তিনি এখনো অনুসরণ করেন মা গৌরীকে। এক সাক্ষাৎকারে সুহানা বলেন, ‘মা (গৌরী খান) ত্বক ময়েশ্চারাইজ করতে যে তেল ব্যবহার করেন, আমি এখনো সেটার ভক্ত।’অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১

সুহানা খান খুবই স্বাস্থ্যসচেতন এবং সব সময় স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন। ব্যালে ডান্স আর ইয়োগার পাশাপাশি তাঁকে প্রায়ই জিমে কঠোর শারীরিক অনুশীলন করতে দেখা যায়। শাহরুখ খানের সঙ্গেও তাঁকে কয়েকবার জিম করতে দেখা গেছে। এ যেন একদম ‘বাবার মেয়ে’অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১

বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন সুহানা। তাঁর সম্পদের পরিমাণ ১৩ কোটি রুপিঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে সুহানার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে এর আগে তিনি ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। ‘দ্য আর্চিস’–এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন ছড়ায়। সুহানা ও অগস্ত্য নন্দাকে কয়েকবার বিভিন্ন রেস্টুরেন্টে একসঙ্গে দেখা গেছে। তবে সম্পর্কের ব্যাপারে তাঁরা কেউই মুখ খোলেননিঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১

সুহানাকে সামনে দেখা যাবে ‘দ্য কিং’ ছবিতে। এই সিনেমায় আছেন তাঁর বাবা শাহরুখ খানও। আজ জন্মদিন উপলক্ষে মেয়েকে শুভকামনা জানিয়েছেন শাহরুখ খান। অভিনেতা লিখেছেন, মেয়ের সঙ্গে সিনেমায় অভিনয় নিয়ে তিনি রোমাঞ্চিতঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে