শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়

0
19
সতীর্থদের সঙ্গে হ্যাটট্রিক করা শান্তির (মাঝে) উদ্‌যাপন

অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল মাঝপথে। এরপর বাংলাদেশ গোল হজম করে কিছুটা ভয়ও পাইয়ে দেয়! যদিও সে ভয় কাটতে সময় লাগেনি। শান্তি মার্ডির হ্যাটট্রিক ও মুনকি আক্তারের গোলে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্ট হলো ৯। ১৭ জুলাই নিজেদের চতুর্থ ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

দুই মাঠে এক ম্যাচ! দেশের ফুটবলে এমন নজির আগে কখনো দেখা যায়নি। আজ বাংলাদেশ-ভুটান ম্যাচে তেমনি এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। ভারী বৃষ্টিতে ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনায় প্রথমার্ধের পর আর খেলা গড়ায়নি। দুই দফা পর্যবেক্ষণের পরও ম্যাচ কমিশনার আনসার আসিফ সন্তুষ্ট হতে পারেননি। শেষ পর্যন্ত কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

খেলা শুরুর ৫৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ভুটান। বাংলাদেশের অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগান সানগে ওয়াগমো। ৫৬ মিনিটে ভুটানের গোলকিপারকে একা পেয়েও পোস্টে বল রাখতে পারেননি উমেলা মারমা। অবশ্য দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ৫৭ মিনিটে আবারও সেই শান্তি। এবার কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে মাতেন উদ্‌যাপনে। ৭৬ মিনিটে বদলি হয়ে নামা মুনকি আক্তার একক কৃতিত্বের গোলে স্কোরলাইন ৩-১ করেন। আর ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি। চলমান সাফে যেটা তাঁর চতুর্থ গোল।

‎আজ সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিংস অ্যারেনায় পানিও জমেছে। মাঠ হয়ে পড়ে কর্দমাক্ত। বাংলাদেশ-ভুটান ম্যাচ অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছে। কিন্তু মাঠে নেমে দুই দলের ফুটবলাররা টের পান, এমন কন্ডিশনে লড়াই করা কতটা কঠিন।

প্রথমার্ধে দুই দলই একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণ শানিয়েছে। কিন্তু গোলমুখে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় কাজটা বেশ কঠিন হয়ে যায়। এ সময় কখনো বলে শট নেওয়ার পথেই লুটিয়ে পড়েছেন ফুটবলাররা, আবার কখনো শট নিলেও বল লক্ষ্যে না গিয়ে মাঝপথে কাদাপানিতে আটকে পড়েছে।

এভাবেই পানির মধ্যে খেলতে হয়েছে মেয়েদের
এভাবেই পানির মধ্যে খেলতে হয়েছে মেয়েদের

‎এরপরও ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনো রকমে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।

‎নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় আজকের ম্যাচ খেলেননি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মৎ সাগরিকা। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকেও শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। তাঁর বদলে সুরমা জান্নাত পরেছেন নেতৃত্বের বাহুবন্ধনী। এ ছাড়া বেঞ্চের শক্তিটাও বাজিয়ে দেখার সুযোগ নেন বাংলাদেশ কোচ। আগের ম্যাচের একাদশে থাকা দুজনকেই শুধু আজ ভুটান ম্যাচের প্রথম একাদশে রেখেছেন বাটলার।

গোলের পর মুনকি আক্তারের উদ্‌যাপন
গোলের পর মুনকি আক্তারের উদ্‌যাপন

এর আগে বড় জয়েই এবারের টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় ৯-১ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

‎পাঁচটি দেশ এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এ আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.