শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’: খেলোয়াড় পুরোনো, পদ্ধতি নতুন

0
169
এবারের ঈদে সারা দেশে ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত তপু খান পরিচালিত লিডার: আমিই বাংলাদেশ

সারা দেশের ১০০ হলে চলছে তরুণ নির্মাতা তপু খান পরিচালিত শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’। গত সোমবার দুপুরে মধুমিতার রিয়াল স্টলের একদম পেছনের সারিতে বসে দেখে ফেললাম ছবিটি। দুপুর সাড়ে ১২টার এই শোতে বেশ কিছু আসন খালি ছিল বটে। কিন্তু ২ ঘণ্টা ২৪ মিনিটের ছবিটির শেষে দর্শকদের অভিব্যক্তি ছিল তৃপ্তির, অনেকেই বলেছেন দারুণ ছবি!
চেনা গল্প। তবে গল্পের উপস্থাপন, পরিবেশনায় আছে আধুনিকতা ও অভিনবত্ব। পোশাক, দৃশ্য, মেকআপ, সেট দেখে মনে হয়েছে, আরে, এ তো আমাদের দেশের চিরাচরিত বাণিজ্যিক ছবি! এককথায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির এটাই নির্যাস।

‘চেনা গল্প’ কথাটি পড়ে যাঁরা ধরে নিয়েছেন, গল্পের বিষয় ধনীর আদুরে কন্যা, গরিবের প্রতিবাদী পুত্রের ঝগড়া, প্রেম আর বিয়ে নিয়ে এ ছবি—তাঁরা ভুল ভাবছেন। বিষয়টি অনেকটা এমন, আপনার প্রিয় দলের পুরোনো খেলোয়াড়েরাই মাঠে নেমেছে, কিন্তু খেলছে একেবারে ভিন্ন পদ্ধতিতে, যা আপনার ধারণার মধ্যেই নেই। এখানেই এ ছবির চমক।

গল্পের উপস্থাপন, পরিবেশনায় আছে আধুনিকতা ও অভিনবত্ব
গল্পের উপস্থাপন, পরিবেশনায় আছে আধুনিকতা ও অভিনবত্ব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.