শাকিব খান ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এরই মধ্যে ছবিটির মোশন পোস্টার, টিজার, গানসহ একাধিক অভিনয়শিল্পীর লুক প্রকাশিত হয়েছে। ছবির পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, বড় আয়োজনে ছবিটির শুটিং হয়েছে। এদিকে ঈদে ‘বরবাদ’ ছাড়া মুক্তি পেতে যাচ্ছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। কেউ কেউ ভাবছেন, শাকিবের ছবির সঙ্গে অন্যদের ছবির একটা প্রতিযোগিতা হবে। আবার কারও মতে, শাকিবের ছবি অন্য সব ছবির চেয়ে এগিয়ে থাকবে। প্রতিযোগিতা হবে ‘বরবাদ’ ছাড়া বাকি ছবির। বরবাদ ছবিতে শাকিবের নায়িকা হয়েছেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে জুটি ইধিকা পাল। এদিকে আজ সোমবার দুপুরে শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন. যেটার ক্যাপশনে লেখা রয়েছে, ‘আমি প্রতিযোগিতা করি না, আমি রাজত্ব করি।’

একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস এখন বেশির ভাগ সময় কানাডা থাকেন। তিনি দেশটির নাগরিকত্বও নিয়েছেন। এই অভিনয়শিল্পী আজ দুপুরে তাঁর ফেসবুকে স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘অনেকেই আমার মৃত্যু কামনা করেছে, এখনো করে। কিন্তু শকুনের দোয়া কি কবুল হয়? জানি না। মৃত্যুকে ভয় নেই। আমি সাহসী, যা সত্য, সেটাই বলি, সেটাই বলব।’

২০২৩ সালে তিনটি চলচ্চিত্র মুক্তি পায় চিত্রনায়ক সিয়াম আহমেদের। এসব ছবির মধ্যে ছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অন্তর্জাল’, ‘মুজিব একটি জাতির রূপকার’। গেল বছরে মুক্তি পাওয়া অমিতাভ রেজার ‘রিকশাগার্ল’-এ অতিথি চরিত্রে দেখা গেছে তাঁকে। এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’। এরই মধ্যে ছবিটির গান, টিজার, একাধিক পোস্টার প্রকাশিত হয়েছে। এম রাহিম পরিচালিত এই ছবিতে সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে—এমনটাই আভাস পাওয়া গেছে। ছবিতে তাঁর বিপরীতে দুই নায়িকা শবনম বুবলী ও দীঘি অভিনয় করেছেন। টিজার প্রকাশের দিন সিয়ামের সঙ্গে একজন শিশুশিল্পীকেও দেখা গেছে। তাঁকে ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচয় দিলেন সিয়াম। ফেসবুকে ‘জংলি’র একটি ফটোকার্ড ব্যাবহার করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমিও আমাকে তাড়িয়ে দেবে না তো, জংলি? পরিচয় করিয়ে দিচ্ছি নৈরিতাকে, “জংলি”তে যাকে পাখি চরিত্রে দেখা যাবে। “জংলি” আসছে ঈদুল ফিতরে আপনার কাছের সিনেমা হলে।’

একসময়ের মঞ্চ ও টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী তনিমা হামিদ এখন পুরোদস্তুর শিক্ষকতা করছেন। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তনিমা মাঝেমধ্যে অভিনয় করেন, যদি সময়–সুযোগ পান। আজ সোমবার তিনি স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘যখন গল্প করতে করতে আপনি তিনতলায় উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে পাঁচ তলায় উঠে যাবেন এবং হাঁপাতে হাঁপাতে পুরা ঘটনা উপলব্ধি করবেন…তখন কেমনটা লাগে।’
