একটা সময় সারা বছরই দর্শক হলে গিয়ে সিনেমা দেখতেন। কিন্তু সিনেমার সেই সোনালি দিনগুলো এখন শুধুই অতীত। তবে বিপরীত চিত্র দেখা গেল এই ঈদে। হলমুখী হচ্ছে দর্শক। তা দেখে সেই সোনালি দিনগুলোর কথা স্মরণ করলেন ওমর সানী। জানালেন জ্যেষ্ঠ তারকাদের কথা। যাঁদের সিনেমা বছরজুড়ে চলত প্রেক্ষাগৃহগুলোয়। আর দর্শক সেই সিনেমাগুলো দেখতে ভিড় করতেন।
বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরীদি। এভাবে সারা বছর আমাদের ছবি চলত।
শুধু তা–ই নয়, এই ঈদের সিনেমা নিয়েও কথা বলেছেন তিনি। ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে তিনটি সিনেমা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দ্বিতীয় সপ্তাহে এসেও হলগুলো হাউসফুল। এ নিয়ে অভিনয়শিল্পী, পরিচালক, সিনেমা সংশ্লিষ্ট সবাই বেশ উচ্ছ্বসিত। সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে ভক্তরাও বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই সিনেমাগুলোয় অভিনয় করেছেন শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশোদের মতো তারকারা। তাঁদেরকে চ্যালেঞ্জ জানালেন ওমর সানী। তিনি লিখেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়র।’ তিনি আরও লিখেন, ‘এক ঈদে স্টার মেগাস্টার সুপারস্টার, এগুলো ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’