শাকিব-ইধিকার রসায়নে মুগ্ধ ভক্তরা

0
5
ইধিকা পাল ও শাকিব খান। ফেসবুক থেকে

টিজারেই বোঝা গিয়েছিল শাকিব খান ও ইধিকা পালের রসায়ন জমে গেছে। আজ সন্ধ্যায় মুক্তি পাওয়া পুরো গানে সেটা আরও স্পষ্ট। ‘প্রিয়তমা’ জুটির প্রত্যাবর্তনে খুশি ভক্তরা, ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’র প্রশংসা করেছেন তাঁরা।

গানের পোস্টারে ইধিকা ও শাকিব। ফেসবুক থেকে
গানের পোস্টারে ইধিকা ও শাকিব। ফেসবুক থেকে

পূর্বঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যা সাতটায় এসেছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা বরবাদ-এর প্রথম গান ‘দ্বিধা’। রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি।

এতে উঠে এসেছে শাকিব খান ও ইধিকা পালের প্রেমের রসায়ন। ইনামুল তাহসীনের কথায় নতুন গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান।

‘দ্বিধা’ গানে ইধিকা। ভিডিও থেকে
‘দ্বিধা’ গানে ইধিকা। ভিডিও থেকে

গানটি শুরু হয় একটি অফিস কক্ষে। সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে হাজির শাকিব খান, অফিসটিতে কোনো হাঙ্গামা করতেই কি তাদের আসা? তবে শাকিব চমকে যান ইধিকাকে দেখে। ফাইল হাতে আটপৌরে পোশাকে ইধিকাকে দেখেই যেন তিনি চলে যান কল্পনার রাজ্যে। একসময় কল্পনা থেকে ফিরে আসেন বাস্তবে, তবে সেখানেও তো ইধিকা আছেন!

‘কখনো রোদ তুমি, কখনো জোছনা/ তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না’ এমন কথার গানটির এমন কথা, সুর, প্রীতম হাসানের গায়কি আর পর্দায় শাকিব-ইধিকার উপস্থিতির প্রশংসা করেছেন অনেক ভক্ত।

‘দ্বিধা’য় শাকিব ও ইধিকা। ভিডিও থেকে
‘দ্বিধা’য় শাকিব ও ইধিকা। ভিডিও থেকে

ইউটিউবে মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, ‘যদি ভালোবাসা এত সহজ…তাহলে কি “দ্বিধা”-এর জন্ম হতো…! অসাধারণ।’

গত বছর মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমাতেও শাকিবের লিপে, প্রীতমের কণ্ঠে গান সুপারহিট হয়েছিল। সেই তুলনা টেনে অনেক দর্শক লিখেছেন, ‘শাকিব-প্রীতম হিট জুটি’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.