ধর্মীয় ভাবগাম্ভীয্যে শলকবাসির ২১তম মহাসংঘদান অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হলো রাজবন বিহারে। গত ৩০ আগষ্ট রাঙ্গামাটির রাজবন বিহারে শলকবাসির বহু কাঙ্খিত মহাসংঘদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির ভান্তে স্বধর্ম দেশনা প্রদান করেন। এছাড়াও রাজবন বিহারের ৯৩জন ভিক্ষুসহ দুইশতাধিক ভিক্ষুসংঘ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ব্যক্তিগত ও যৌথভাবে প্রায় তিনশতাধিক সংঘদান একসাথে করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা জজ ও বিএনপির কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক আহবায়ক দীপেন দেওয়ান। তিনি বদ্ধধর্মের সুক্ষ্ম বিষয় স্মাইল এন্ড সাইল্যান্ট নিয়ে আলোচনা করেন ।

মহাসংঘদান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জগত জ্যোতি চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানে সময় ভিক্ষুসংঘ ও পূণ্যার্থীসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীল প্রার্থনা করেন কমিটির সহ-সাধারণ প্রচারক চাকমা।

বিশেষ প্রার্থনা পাঠ করেন সতীশ সংকর চাকমা এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুকন্ঠী অনন্যা চাকমা, প্রজ্ঞা চাকমা ও অজিত দেওয়ান।
অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন আয়োজক কমিটির সভাপতি ধলকুমার চাকমা, সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা দেওয়ান, সাবেক প্রধান শিক্ষক অঞ্জুলিকা খীসা, রাজবন বিহারের সাধারণ সম্পাদক অমিয় খীসাসহ আরো অনেকে।

প্রতি বছরের ন্যায় শলকবাসি ছাড়াও অনুষ্ঠানে রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গা থেকে কয়েকশত পূণ্যার্থী উপস্থিত হয়েছেন।
