যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর ইতালি পাঠানোর কথা বলে শরীয়তপুর ও মাদারীপুরে নিখোঁজ মোট ২৪ জনকে বিদেশে পাঠানো ২ সহোদরের মধ্যে দালাল রাশেদ খানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী
মূলত, গত ৩১ জানুয়ারি এ নিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেখানে বলা হয়, ২০২৪ সালের মার্চ মাস থেকে শরীয়তপুরের ১৯ জন এবং মাদারীপুরের ৫ জনসহ মোট ২৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের ইতালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে ১৫ থেকে ১৬ লাখ পর্যন্ত টাকা নেয় দুই সহোদর দালাল রাশেদ খান ও কামরুজ্জামান খান।
প্রতিবেদন দেখে নড়েচড়ে বসে প্রশাসন। এই দুই সহোদরের খোঁজে চালানো হয় অভিযান। পরে যাত্রাবাড়ি এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকা, শরীয়তপুর ও মাদারীপুরসহ বিভিন্ন থানায় একাধিক মানব পাচারের মামলা রয়েছে।
এ ঘটনায় যমুনা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। তবে তাদের স্বজনদের খোঁজ না মেলায় দুশ্চিন্তা কাটেনি।