বল হাতে সাকিব আল হাসান ও এবাদত হোসেন দুর্দান্ত করেছেন। তাদের তোপে ১৮৬ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। জবাব দিতে নামা বাংলাদেশও ভালো শুরু পায়নি। শতকের আগে হারিয়েছে টপের চার উইকেট।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে। মুশফিক ও মাহমুদুল্লাহ ক্রিজে আছেন। সাকিব ফিরেছেন ২৯ রান করে। লিটন দাস ৪১ রান করে আউট হয়েছেন। নাজমুল শান্ত প্রথম বলেই ডাক মেরে ফিরে যান। এনামুল ফিরেছেন ২৯ বলে ১৪ রান করে।
এর আগে ব্যাট হাতে ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা ২৭ রান করেন। শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ১০ রানের কোটা পার হতে পারেননি। শ্রেয়াস আয়ার করেন ২৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ১৯ রান।
বাংলাদেশের হয়ে সাকিব ৩৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে তৃতীয় স্পিনার হিসেবে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা এবাদত ৪৭ রানে চার উইকেট নিয়েছেন।