স্প্যানিশ লা লিগায় জয় দিয়েই মৌসুম শেষ করেছে বার্সেলোনা। অ্যাটলেটিক বিলবাও’কে ৩-০ গোলে হারিয়েছে এবারের চ্যাম্পিয়নরা।
এক সপ্তাহেরও বেশি সময় আগে শিরোপা জয়ের পর, রোববার (২৬ মে) সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উভয় দলের জন্যই খুব একটা ঝুঁকিপূর্ণ ছিল না।
এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে ইতিহাস রচনা করেন রবার্ট লেভানডোভস্কি। ১৪ ও ১৭ মিনিটে দুই গোল আদায় করে দলটির হয়ে ১৪৭ ম্যাচে ১০১টি গোলের রেকর্ড গড়েন এই পোলিশ তারকা। পাশাপাশি ২৭ গোল নিয়ে এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে মৌসুম শেষ করলেন তিনি।
দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিকের দেখাও পেতে পারতেন লেভানডোভস্কি। পরে ইনজুরি টাইমের ৪ মিনিট পেনাল্টি থেকে গোল আদায় করে অ্যাটলেটিক বিলবাও’য়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন দানি ওলমো।
বার্সেলোনা তাদের লা লিগা অভিযানে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে। রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে, অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
অপরদিকে, অ্যাটলেটিক বিলবাও এবং ভিয়ারিয়ালও শীর্ষ পাঁচে স্থান করে নিয়ে, পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তাদের স্থান নিশ্চিত করেছে।