লেবানন থেকে আরও ৩৬ জন দেশে ফিরছেন মঙ্গলবার
যুদ্ধবিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশের উদ্দেশে রওনা হবেন আরও ৩৬ বাংলাদেশি।
স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেবানন থেকে পঞ্চম দফায় ৩৬ বাংলাদেশি নাগরিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এদিন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ৩০ বাংলাদেশি সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় আজ ফিরবেন আরও ৩০ জন।
উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১ হাজার ৮০০ প্রবাসী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। এ ছাড়া সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।