লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী আজ দেশে ফিরছেন

0
12
লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন বাংলাদেশি অভিবাসী

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপলীতে বিপদগ্রস্ত ১৫৪ জন বাংলাদেশি অভিবাসী। আইওএম-এর সহযোগিতায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস।

সোমবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে এ অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দেশে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

ডিটেনশন সেন্টারে থাকা এ সকল প্রবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানবপাচারের শিকার হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছর সেপ্টেম্বরে লিবিয়া, ত্রিপলী ও বেনগাজী থেকে তিনশোরও অধিক অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপলী এবং ৩০ সেপ্টেম্বর বেনগাজী থেকে দুটি ফ্লাইটে আরও তিন শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.