দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার সুযোগ। টস হেরে ব্যাটিংয়ে নেমেছেন স্বাগতিকরা। এই ম্যাচে সাকিব আল হাসানের দল জিতলেই হোয়াইটওয়াশ হবেন জস বাটলাররা।
১২ ওভার শেষে ১ উইকেটে ৯৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪৯ রানে লিটন ও শান্ত ব্যাট করছেন ১৭ রানে।
আগে ব্যাট করতে নেমে রনি-লিটনে ইতিবাচক শুরু পায় বাংলাদেশ। লিটন শুরু থেকে সাবধানী খেললেও রনি ব্যাট করেছেন আগ্রাসী মেজাজে। আর্চারের বলে রেহানের ক্যাচ মিসে ১৭ রানে জীবন পেয়েছিলেন রনি, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। আদিল রশিদের ঘূর্ণিতে রিভার্স সুইপ করে ২৪ রানে থেমেছেন রনি। তার বিদায়ে ভেঙেছে ৫৫ রানের ওপেনিং জুটি।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফ্রা আর্চার, রেহান আহমেদ।