ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি। গোলবন্যার ম্যাচে তুলুসকে ৬-৩ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করে ম্যাচ রাঙিয়েছেন পিএসজির জোয়াও নেভেস। জোড়া গোল করেছেন উসমান ডেম্বেলে।
শনিবার (৩০ আগস্ট) নিজেদের মাঠ তুলুস স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দেয় তুলুস।
ম্যাচের শুরুতেই দারুণ বাইসাইকেল শটে গোলের খাতা খোলেন নেভেস। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। তৃতীয় গোলটিও আসে নেভেসের বাইসাইকেল কিক থেকে। ১৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ৩১ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেন দেম্বেলে। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য একটি গোল শোধ দেয় তুলুস। ৪-১ এ লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে দ্বিতীয় বারের মত জালের দেখা পান ডেম্বেলে। ৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস।
ম্যাচের শেষদিকে গোবহো ও ভোসা আরও দুটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি দলটি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।
৩ ম্যাচের সবকটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লুইস এনরিকের শিষ্যরা।