লাল রঙের কার্পেটসদৃশ ‘ম্যাট’ নিরাপত্তার জন্য, উত্তর সিটির ব্যাখ্যালাল রঙের কার্পেটসদৃশ ‘ম্যাট’ নিরাপত্তার জন্য, উত্তর সিটির ব্যাখ্যা

0
5
লালগালিচা (কার্পেট) বিছানো পথে হেঁটে খাল সংস্কারকাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা

খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পাড় থেকে খননযন্ত্র পর্যন্ত ‘লালগালিচা’ বিছানোর ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা বলছে, এতে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের ‘কার্পেটসদৃশ ম্যাট’ ব্যবহার করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা বলা হয়।

আজ রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনে খাল সংস্কারকাজের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মিরপুরে বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা ও অতিথিরা বক্তব্য দেওয়া শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজ উদ্বোধনের জন্য ভাসমান খননযন্ত্র বা এক্সকাভেটরে ওঠেন। ওঠার পথে বিছানো ছিল ‘লালগালিচা’।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ব্যাখ্যায় বলেছে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভাসমান খননযন্ত্রে যেতে লালগালিচা বিছানোর কারণ কী? এ প্রসঙ্গে ডিএনসিসি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, যেখানে ভাসমান খননযন্ত্র রাখা হয়েছে, তা কোনো স্থায়ী পন্টুনে স্থাপিত নয় বরং একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। খননযন্ত্রে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদামাটির। খননযন্ত্রের মেঝে পিচ্ছিল। অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল রঙের কার্পেটসদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশন আরও বলেছে, তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ করেছে যে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা লালগালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান খননযন্ত্রে উঠে কাজের সূচনা করেন বলে গণমাধ্যমে এসেছে। এটি কোনো আনুষ্ঠানিক লালগালিচা নয়, শুধু নিরাপত্তার স্বার্থেই রাখা একটি ব্যবস্থা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.