মামলায় হেরে সেই নারীর বিরুদ্ধে উল্টো মামলা ট্রাম্পের

0
122
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: রয়টার্স

লেখিকা এলিজাবেথ জিন ক্যারলের করা মামলায় হেরে এবার তাঁর বিরুদ্ধেই মানহানির মামলা করলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে এ মামলা করা হয়েছে।

এর আগে নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন আদালতের জুরি সদস্যরা রায়ে বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখিকা ই জিন ক্যারলকে যৌন হয়রানি এবং তাঁর মানহানি করেছেন। এ জন্য ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেবেন ট্রাম্প।

এবার উল্টো মানহানির মামলা করলেন ট্রাম্প। তাঁর অভিযোগ, সিএনএনের অনুষ্ঠানে দেওয়া ক্যারলের বক্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে। ওই অনুষ্ঠানে রায় সম্পর্কে ক্যারলকে জিজ্ঞাসা করা হয়েছিল। ট্রাম্প তো যৌন হয়রানি করেছেন, কিন্তু ধর্ষণ করেননি। এর উত্তরে ক্যারল বলেন, হ্যাঁ, তিনি (ট্রাম্প) ধর্ষণ করেছেন।

ক্যারলের নতুন অভিযোগ প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন তাঁর আইনজীবী রবার্টা কাপলান। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে জড়ালেন, যা যুক্তির সঙ্গে সাংঘর্ষিক। বাস্তবতা হলো, আদালতের জুরি বলছেন, ক্যারলকে যৌন হয়রানি করেছেন ট্রাম্প।

আদালত যে রায় দিয়েছেন, তা কার্যকর করতে সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন ট্রাম্প।

এর আগে ক্যারল মামলায় অভিযোগ করেছিলেন, ১৯৯৬ সালে ম্যানহাটানের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেছিলেন ক্যারল।

ওই মামলায় সাক্ষ্য দিতে গিয়ে ক্যারল বলেছিলেন, তিনি তাঁর জীবন ফিরে চান। বছরের পর বছর ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.