নায়িকা হতে চাননি মাধুরী

0
106
মাধুরী দীক্ষিত

শনিবার ৫৬-তে পা রাখলেন মাধুরী দীক্ষিত। তাঁর হাসি, চোখের ভাষা, নাচের মুদ্রা আর অভিনয়ের গুণে মুগ্ধ অগণিত ভক্ত। বলিউডের অসংখ্য আইকনিক গান ‘জীবন্ত’ হয়েছে তাঁর নাচে। ‘চিরসবুজ’ মাধুরীর সৌন্দর্যে মুগ্ধ হন না, এমন দর্শক বিরল।সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় মাধুরী। নিত্যনতুন ছবি শেয়ার করেন ফেসবুকে। আজ মাধুরীর জন্মদিনে ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে আবার জানি মাধুরীকে।

১৯৬৭ সালের ১৫ মে মুম্বাইতে জন্মগ্রহণ করেন মাধুরী দীক্ষিত। বাবা শংকর দীক্ষিত ও মা সঞ্চলতা
১৯৬৭ সালের ১৫ মে মুম্বাইতে জন্মগ্রহণ করেন মাধুরী দীক্ষিত। বাবা শংকর দীক্ষিত ও মা সঞ্চলতাছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

এক ভাই ও তিন বোনের মধ্যে মাধুরী ছিলেন সবার ছোট। মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মাধুরীর ছোটবেলা কেটেছে মুম্বাইতেই
এক ভাই ও তিন বোনের মধ্যে মাধুরী ছিলেন সবার ছোট। মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মাধুরীর ছোটবেলা কেটেছে মুম্বাইতেইছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

তাঁর স্কুল ছিল ডিভাইন চাইল্ড হাইস্কুল। পরবর্তী সময়ে মুম্বাই ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি বিষয়ে পড়াশোনা করেছেন তিনি
তাঁর স্কুল ছিল ডিভাইন চাইল্ড হাইস্কুল। পরবর্তী সময়ে মুম্বাই ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি বিষয়ে পড়াশোনা করেছেন তিনিছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে দর্শকমহলের সর্বত্র বিপুল সাড়া ফেলে দেন এই অভিনেত্রী। এই ছবি দিয়ে তিনি প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশন পান
১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে দর্শকমহলের সর্বত্র বিপুল সাড়া ফেলে দেন এই অভিনেত্রী। এই ছবি দিয়ে তিনি প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশন পানছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

আটের দশকের শেষভাগ থেকে নয়ের দশকের শেষ দিক পর্যন্ত বলিউড কাঁপানো এই সুন্দরীর ঝোলায় রয়েছে ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কোয়লা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘খলনায়ক’-এর মতো অজস্র সুপারহিট সিনেমা
আটের দশকের শেষভাগ থেকে নয়ের দশকের শেষ দিক পর্যন্ত বলিউড কাঁপানো এই সুন্দরীর ঝোলায় রয়েছে ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কোয়লা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘খলনায়ক’-এর মতো অজস্র সুপারহিট সিনেমাছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

খ্যাতি ও সাফল্যের শীর্ষে থাকা সত্ত্বেও শুধুই বলিউড ইন্ডাস্ট্রির বাইরে নয়, বরং বিয়ে করে রীতিমতো আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। সালটি ছিল ১৯৯৯। মার্কিন নাগরিক ও প্রবাসী ভারতীয় ডা. শ্রীরাম নেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের ‘ধক ধক গার্ল’। বলাই বাহুল্য, মাধুরীর এই পদক্ষেপে চমকে গিয়েছিল বলিউড
খ্যাতি ও সাফল্যের শীর্ষে থাকা সত্ত্বেও শুধুই বলিউড ইন্ডাস্ট্রির বাইরে নয়, বরং বিয়ে করে রীতিমতো আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। সালটি ছিল ১৯৯৯। মার্কিন নাগরিক ও প্রবাসী ভারতীয় ডা. শ্রীরাম নেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের ‘ধক ধক গার্ল’। বলাই বাহুল্য, মাধুরীর এই পদক্ষেপে চমকে গিয়েছিল বলিউডছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

‘খলনায়ক’ ছবির দৃশ্যে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘খলনায়ক’ ছবির দৃশ্যে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। ছবি: ইউটিউব থেকে নেওয়াছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

নিজের এক সাক্ষাৎকারে বড় পর্দার আইকনিক গানগুলো প্রসঙ্গে মাধুরী বরেন, ‘সিনেমার গানে নাচা আর এমনিতে নাচ করা কিন্তু অনেক আলাদা। এমনিতে নাচার সময় আপনাকে দর্শক আর সীমানা মাথায় রাখতে হবে। সিনেমার গানের ক্ষেত্রে মুখের অভিব্যক্তি, ক্যামেরা আর প্রপস
নিজের এক সাক্ষাৎকারে বড় পর্দার আইকনিক গানগুলো প্রসঙ্গে মাধুরী বরেন, ‘সিনেমার গানে নাচা আর এমনিতে নাচ করা কিন্তু অনেক আলাদা। এমনিতে নাচার সময় আপনাকে দর্শক আর সীমানা মাথায় রাখতে হবে। সিনেমার গানের ক্ষেত্রে মুখের অভিব্যক্তি, ক্যামেরা আর প্রপসছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

ওই সাক্ষাৎকারে স্মৃতি হাতড়ে মাধুরী আরও বলেন, ‘তাম্মা তাম্মা’ গানে তো একটি শট ৪০ বারও নেওয়া হয়েছে। ‘এক দো তিন’, ‘চোলি কে পিছে’, ‘ডোলা রে’ গানগুলোর কেবল কোরিওগ্রাফ করতেই ১২ দিন করে সময় লেগেছিল। ‘চোলি কে পিছে’ গানের শুট করার সময় সেটে এত প্রপস ছিল যে পরিচালক সুভাষ ঘাই বলেছিলেন, ‘আমি কোন দিকে তাকিয়ে কী দেখব, তা-ই তো বুঝতে পারছি না! আমি তো আমার হিরো-হিরোইনকেই দেখতে পাচ্ছি না।’ নাচটা কিন্তু বেশ ভালো হলো। দর্শকও সাদরে গ্রহণ করলেন
ওই সাক্ষাৎকারে স্মৃতি হাতড়ে মাধুরী আরও বলেন, ‘তাম্মা তাম্মা’ গানে তো একটি শট ৪০ বারও নেওয়া হয়েছে। ‘এক দো তিন’, ‘চোলি কে পিছে’, ‘ডোলা রে’ গানগুলোর কেবল কোরিওগ্রাফ করতেই ১২ দিন করে সময় লেগেছিল। ‘চোলি কে পিছে’ গানের শুট করার সময় সেটে এত প্রপস ছিল যে পরিচালক সুভাষ ঘাই বলেছিলেন, ‘আমি কোন দিকে তাকিয়ে কী দেখব, তা-ই তো বুঝতে পারছি না! আমি তো আমার হিরো-হিরোইনকেই দেখতে পাচ্ছি না।’ নাচটা কিন্তু বেশ ভালো হলো। দর্শকও সাদরে গ্রহণ করলেনছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে মাধুরী অভিনয়ে খুব একটা নিয়মিত নন
দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে মাধুরী অভিনয়ে খুব একটা নিয়মিত ননছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

স্বামী ডা. শ্রীরাম নেনে আর দুই সন্তানের সঙ্গে মাধুরী দীক্ষিত
স্বামী ডা. শ্রীরাম নেনে আর দুই সন্তানের সঙ্গে মাধুরী দীক্ষিতছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

তিনি বলিউডের অন্যতম সফল নায়িকা। ছবির হেয়ার স্টাইল ও সময় এখনো পুরোনো দিনের কথা মনে করায় মাধুরীকে।
তিনি বলিউডের অন্যতম সফল নায়িকা। ছবির হেয়ার স্টাইল ও সময় এখনো পুরোনো দিনের কথা মনে করায় মাধুরীকে।ছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানান যে তিনি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতেন। মাইক্রোবায়োলজি বা প্যাথোলজিতেই নিজের ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে তিনি চলচ্চিত্রজগতে আসেন এবং জয় করেন অগণিত মানুষের হৃদয়।
এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানান যে তিনি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতেন। মাইক্রোবায়োলজি বা প্যাথোলজিতেই নিজের ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে তিনি চলচ্চিত্রজগতে আসেন এবং জয় করেন অগণিত মানুষের হৃদয়।ছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

২০০২ সালে তিনি বলিউড থেকে বিরতি নেন বেশ কয়েক বছরের জন্য। বছর পাঁচেক পর ২০০৭ সালে বলিউডে শুরু হয় তাঁর সেকেন্ড ইনিংস। ‘আ জা নাচ লে’ ছবির মধ্য দিয়ে আবার বড় পর্দায় ফেরেন তিনি।
২০০২ সালে তিনি বলিউড থেকে বিরতি নেন বেশ কয়েক বছরের জন্য। বছর পাঁচেক পর ২০০৭ সালে বলিউডে শুরু হয় তাঁর সেকেন্ড ইনিংস। ‘আ জা নাচ লে’ ছবির মধ্য দিয়ে আবার বড় পর্দায় ফেরেন তিনি।ছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

বলিউড নায়িকাদের মধ্যে তিনি যে ধ্রুপদ নাচের ক্ষেত্রে সেরা, এই প্রশংসাপত্র দিয়েছিলেন প্রসিদ্ধ নৃত্যশিল্পী স্বয়ং বিরজু মহারাজও
বলিউড নায়িকাদের মধ্যে তিনি যে ধ্রুপদ নাচের ক্ষেত্রে সেরা, এই প্রশংসাপত্র দিয়েছিলেন প্রসিদ্ধ নৃত্যশিল্পী স্বয়ং বিরজু মহারাজওছবি: মাধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.