ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

0
159
যুদ্ধবিমান

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে যুক্তরাষ্ট্র।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি নেওয়া হলে আকাশপথে আমাদের বাহিনী ব্যাপকভাবে শক্তিশালী কাজ করবে।’

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জাপানে চলমান জি-৭ সম্মেলনে নেতাদের কাছে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র অনুমোদন দেওয়ায় এখন যেকোনো দেশ ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান রপ্তানি করতে পারবে।

এফ-১৬ যুদ্ধবিমানের নির্মাতা দেশ যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে এফ-১৬সহ চতুর্থ প্রজন্মে আধুনিক যুদ্ধবিমান দিতে এবং এসব বিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণ দিতে আমাদের সহযোগী ও মিত্র দেশগুলোর যৌথ উদ্যোগে সমর্থন দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আসছে কয়েক মাসে এই প্রশিক্ষণ শুরু হবে। আমাদের সহযোগীরা সিদ্ধান্ত নেবে, এসব যুদ্ধবিমান কখন দেওয়া, কতগুলো দেওয়া হবে এবং কোন কোন দেশ দেবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.