লঙ্কান ক্রিকেটে দ্বন্দ্ব, বন্ধ ঘরোয়া ক্রিকেট

0
155
লঙ্কান ক্রিকেট

যৌথভাবে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। আজ দুপুরে সেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ঠিক তার আগেই জানা গেল দেশটিতে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

কাঠামো পুনর্গঠন ঘিরে বিরোধ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। টুর্নামেন্ট চালু করার ক্ষমতা এখন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের হাতে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড পরিচালিত সকল ঘরোয়া টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এসএলসি। চলমান মেজর ক্লাব তিন দিনের টুর্নামেন্ট এবং ‘বি’ স্তরের আমন্ত্রণমূলক ক্লাব তিন দিনের টুর্নামেন্টও এর আওতাভুক্ত থাকবে।

এর আগে ২০২১ সালেও ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন নিয়ে শ্রীলঙ্কান বোর্ডে অভ্যন্তরীণ ঝামেলা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.