রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯, নিখোঁজ ৩

0
73
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ বুধবার ভোররাতে বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর। তিনি জানান, বুধবার ভোররাতের দিকে ক্যাম্প-৯ ও ১০ এর পানবাজার এবং হাকিমপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে কয়েকটি বসতি। পানবাজার ক্যাম্পে এক বাংলাদেশিসহ ৫ জন ও হাকিমপাড়া ক্যাম্পে চারজন নিহত হয়েছেন। এখনও ৩ জন নিহত রয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা প্রশাসনের হেফজতে রাখা হয়েছে।

এপিবিএন জানান- পুলিশ ও বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চলমান রেখেছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানাতে পারেননি। তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.