কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোরে এ সংঘর্ষ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-১৪ এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হন। তিনি ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আরএসও’র গুলিতে আরসার ‘কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার’ ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়।
রাতের ঘটনার জেরে আরসার সদস্যরা বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে আরএসও’র উপর হামলা চালান। এ সময় আরাফাত নামে আরএসও’র এক সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরসার সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর।