রোনালদো বললেন, স্বপ্নটা শেষ হয়ে গেল

0
189
হতাশায় শেষ হলো রোনালদোর বিশ্বকাপ–স্বপ্ন, ছবি: রয়টার্স

বিশ্বকাপে শেষ ষোলো ও শেষ আটের ম্যাচ দুটিতে রোনালদোকে বেঞ্চে রেখে শুরু করেন কোচ ফার্নান্দো সান্তোস। মরক্কোর বিপক্ষে বিরতির পর নামলেও পারেননি দলকে উদ্ধার করতে। ম্যাচ শেষে তাই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ‘সিআর সেভেন’।

কান্নায় মাঠ ছাড়ছেন রোনালদো

কান্নায় মাঠ ছাড়ছেন রোনালদো
ছবি: রয়টার্স

স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে থাকা রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপে জেতা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক অঙ্গনে অনেক ট্রফি জিতেছি। জিতেছি পর্তুগালের হয়েও। তবে পর্তুগালের নাম বিশ্বের মধ্যে সবার ওপরে রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।’

পর্তুগালের হয়ে ৫টি বিশ্বকাপে খেলে গোল করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। তবু শিরোপা জিততে না পারার বেদনা যেন কোনো কিছুরই সমান নয়। রোনালদো আরও যোগ করেন, ‘আমি এটার জন্য লড়েছি। এই স্বপ্নের জন্য আমি কঠিন লড়াই করেছি। ৫টি বিশ্বকাপে ১৬ বছরের বেশি সময় ধরে দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে আমি গোল করেছি। লাখো পর্তুগিজ সমর্থক আমাকে সমর্থন দিয়েছে। আমি নিজের সবকিছু দিয়েছি। মাঠে আমি নিজের সর্বোচ্চটা রেখে এসেছি। লড়াই থেকে আমি কখনো সরে আসিনি, স্বপ্ন দেখার পথে কখনো হাল ছাড়িনি।’

বিশ্বকাপ–স্বপ্নটা অধরা থাকলেও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেছেন রোনালদো, ‘দুর্ভাগ্যজনকভাবে, গতকাল স্বপ্নটা শেষ হয়ে গেল। আমি সবাইকে জানাতে চাই, অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক বেশি অনুমান করা হয়েছে। তবে পর্তুগালের জন্য আমার নিবেদন একমুহূর্তের জন্য বদলায়নি। আমি সব সময় আরও একজন হয়ে সবার লক্ষ্যের জন্য লড়েছি। এ মুহূর্তে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ কাতার। যতক্ষণ পর্যন্ত টিকে ছিল, ততক্ষণ পর্যন্ত স্বপ্নটা সুন্দর ছিল।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.