জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
এতে নেতৃত্ব দেন জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। সাথে ছিলেন আরেক উপ সহকারী পরিচালক মো. আতিউর রহমান।
অভিযানে দেখা যায়, হাসপাতালে আবাসিক রোগীদের জন্য বরাদ্দকৃত মুরগির মাংস ২১০ গ্রামের পরিবর্তে ১১২ গ্রাম দেয়া হয়েছে। এ সময়, ওষুধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতিও পান কর্মকর্তারা।
জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করি। এরপর বিভিন্ন শাখায় গিয়ে নানা অনিয়ম দেখতে পাই। এ সময়, অনিয়মের সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে, অভিযানের দুই ঘণ্টা পূর্বে প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। পরে অভিযানের সময় হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানীকে অনুপস্থিত পান তারা। এ সময় দুদক কর্মকর্তাদের হাসপাতাল সংক্রান্ত সকল তথ্য দেন মেডিকেল অফিসার নুরে আলম সৈকত।