রেমিট্যান্সে গতি, ৯ দিনে এলো ৬৩ কোটি ডলারের বেশি

0
135
ঠিকভাবে আদায় করা গেলে শত কোটিপতিদের থেকে আরও ২৫ হাজার কোটি ডলার কর আদায় সম্ভব, ছবি রয়টার্স

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহের গতি বেশ ভালো ছিল। আর ফেব্রুয়ারিতে সেই গতি অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। এভাবে রেমিট্যান্স আসার এই গতি চলমান থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। সেই হিসেবে দিনে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা।

এরমধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার। পাশাপাশি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ডলার বা ২৩ হাজার ১০০ কোটি টাকার বেশি। এর আগে ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.