দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে আমরা প্রায়ই দেখতে পাই লাল রঙের সাজপোশাকে। ভালোবাসার প্রতীক এই লাল রং। কখনো তা অদম্য তারুণ্যের শক্তিকে প্রকাশ করে, কখনো অমোঘ আকর্ষণ। লাল রঙের মধ্যে কী যেন আছে! লাল সাজপোশাকও এই অনুভূতিগুলোরই প্রকাশমাত্র। ভাবনার তেমনই কিছু রেড হট লুক দেখে আসি চলুন…
ছবি: আশনা হাবিব ভাবনার ইন্সটাগ্রাম