রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘কোর ব্যারেল’ স্থাপন

0
163
কোর ব্যারেলটি রিয়্যাক্টরের অবিচ্ছেদ্য অংশ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জ্বালানি (পারমাণবিক ফুয়েল) লোডের জন্য প্রস্তুত হচ্ছে। এরই মধ্যে ইউনিটে স্থাপিত হয়েছে কোর ব্যারেল।

মঙ্গলবার প্রকল্প কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা জানান, রিয়্যাক্টরের (পারমাণবিক চুল্লি) অভ্যন্তরের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলোর মধ্যে কোর ব্যারেল অন্যতম। এর ভেতরে স্থাপিত হয় জ্বালানি এসেম্বলি ও ব্যাফেল। ফুয়েল এসেম্বলিতেই সংগঠিত হয় পারমাণবিক বিক্রিয়া। কোর ব্যারেলের নিচের অংশে অনেকগুলো ছিদ্র থাকে, যেন কুল্যান্ট বা শীতলীকারী পদার্থ (বিশেষভাবে মিনারেলমুক্ত পানি) এর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে জ্বালানি রডের বহিরাবরণকে শীতল রাখতে পারে।

তারা আরও জানান, কোর ব্যারেলটি এমনভাবে ডিজাইন করা হয় যেন কুল্যান্টের প্রবেশ ও বহির্গমন আলাদা থাকে। এটি রিয়্যাক্টর প্রেশার ভেসেলকে নিউট্রন ও গামা রেডিয়েশন থেকে সুরক্ষা দিয়ে থাকে। বিশেষ ধরনের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি কোর ব্যারেলটি রিয়্যাক্টরের একটি অবিচ্ছেদ্য অংশ। এটির ওজন ৭৩ দশমিক ৭৪ টন, দৈর্ঘ্য ৩৫ দশমিক ৬৬ ফুট ও ব্যাস ১১ দশমিক ৮৪ ফুট।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট থাকছে ও এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে সর্বাধুনিক ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রাশিয়ার পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটমের প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.