রুশ সেনা ইউক্রেন ছাড়ার আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ নয়: জেলেনস্কি

0
156
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সেনারা ইউক্রেন না ছাড়া পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আলোচনা-সাক্ষাৎ নয়। কারণ রুশ নেতাকে বিশ্বাস করা যায় না।’

সিএনএন’র সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘রুশ ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ তিনি কথা রাখেন না। তাঁর প্রতি আমাদের একদমই আস্থা নেই। রাশিয়ার উচিত আমাদের ভূমি ত্যাগ করা। এবং কেবল তারপরই আমরা খুশিমনে কূটনৈতিক উপাদান ব্যবহারে যুক্ত হব।’

সাক্ষাৎকারে জেলেনস্কি তাঁর বর্তমান ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। দেশে যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে, ঠিক এই মুহূর্তে তিনি এবং তাঁর পরিবার যুদ্ধের বিষয়ে কীভাবে মোকাবিলা করছেন তা নিয়েও আলাপ করেছেন। জেলেনস্কি বলেন, ‘আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সেখানে পড়াশোনা শুরু করেছে সে। আর আমার ছেলে ইউক্রেনেরই একটি স্কুলে পড়ছে। দুজনই ইউক্রেনে আছে। অন্যসব ইউক্রেনীয় শিশুর মতোই তারা দুজন। আমরা সাইরেনের মধ্যেই বসবাস করছি।’

সিএনএনকে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা বিজয় চাই, আমরা যুদ্ধের সঙ্গে পরিচিত ছিলাম না, কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অভ্যস্ততা রয়েছে। তবে সবাই একটি জিনিসই চাইছে, তা হচ্ছে যুদ্ধের অবসান।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.