রুশ সেনারা চার এলাকায় অগ্রসর হচ্ছেন: ইউক্রেন

0
179
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া

তীব্র লড়াইয়ের মধ্যে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চারটি এলাকায় রুশ সেনারা অগ্রসর হচ্ছেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার লিখেছেন, সর্বত্র তুমুল লড়াই চলছে। পরিস্থিতি বেশ জটিল।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, শত্রুপক্ষের (রাশিয়া) সেনারা আভদিভকা, মারিঙ্কা ও লাইম্যান সেক্টরে অগ্রসর হচ্ছেন। তাঁরা সোয়াতোভ সেক্টরের দিকেও অগ্রসর হচ্ছেন।

ইউক্রেনীয় সেনারা বাখমুতের দক্ষিণ প্রান্তে ‘আংশিক সাফল্য’ নিয়ে অগ্রসর হচ্ছেন বলে দাবি করেন গান্না মালিয়ার। পাশাপাশি দক্ষিণ ইউক্রেনের বার্দিয়ানস্ক ও মেলিটোপোলের কাছে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হচ্ছেন বলে জানান তিনি।

ইউক্রেনীয় উপপ্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য, দক্ষিণাঞ্চলের সমরক্ষেত্রে তাঁর দেশের বাহিনী তীব্র প্রতিরোধসহ অন্যান্য প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। তবে তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যত দ্রুত সম্ভব অগ্রগতির জন্য প্রয়োজনীয় পরিস্থিতি ক্রমাগতভাবে তৈরি করছেন ইউক্রেনীয় সেনারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.