খুব শিগগির সৌদি আরবে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। এই আলোচনার মূল উদ্দেশ্য প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। তবে এই শান্তি আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। ব্রিটিশ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দেশটির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তারা সবাই শিগগির সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। মার্কিন আইনপ্রণেতা মাইকেল ম্যাককল এ বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন।
ম্যাককল জানান, এ আলোচনার উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা, যাতে ‘শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই সংঘাতের অবসান ঘটে।
তবে রাশিয়া থেকে কারা এই বৈঠকে যোগ দেবেন, তা এখনো জানা যায়নি।