পদক জয়ী অ্যাথলেটদের বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা

0
88
ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপ

ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিতে গত বৃহস্পতিবার দেশ ছেড়েছিল পাঁচ অ্যাথলেট। তবে দুই পদক নিয়ে মঙ্গলবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। পদক জয়ী অ্যাথলেটদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা।

তবে যার উপর সবার আশা ছিল, সেই ইমরানুর এবার খালি হাতে দেশে ফিরেছে। এর আগে ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিয়ে ৬০মি. প্রেস্টিজিয়াস ইভেন্টে বাংলাদেশের ইতিহাস গড়ে স্বর্ণজয় করেন ইমরানুর রহমান।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে প্রথমবার অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ের ফাইনালে জহির রায়হান ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন।

এ ছাড়াও হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। এই তিনজন ছাড়াও এবারের আসরে অংশ নিয়েছিলেন ৬০মিটার স্প্রিন্টে শিরিন আক্তার ও রাকিবুল হাসান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.