রিয়ালের জালে আতলেতিকোর ৫ গোল, যা ঘটেনি ৭৫ বছরে

0
39
আতলেতিকোর গোলের পর হতাশ রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াএএফপি

আতলেতিকো মাদ্রিদ ৫:২ রিয়াল মাদ্রিদ

লিগে প্রথম ৬ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল সব কটিতে। আতলেতিকো মাদ্রিদের জয় ছিল ৬ ম্যাচে মাত্র দুটি।

এরপরও খেলাটা আতলেতিকোর মাঠে বলে আর এ দুই দলের লড়াইটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে আতলেতিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না।

কিন্তু মেত্রোপলিতানোয় শেষ পর্যন্ত যা ঘটল, তা হয়তো রিয়াল মাদ্রিদের ভাবনারও বাইরে ছিল। লা লিগায় আজ আতলেতিকোর মাঠে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ।

আতলেতিকোর কাছে রিয়াল আগেও হেরেছে। কিন্তু ৫ গোল হজম করল ৭৫ বছর পর। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল রিয়াল।

ম্যাচের ১৪তম মিনিটে প্রথম এগিয়ে যায় আতলেতিকোই। গিলিয়ানো সিমিওনের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দ। ২৫তম মিনিটেই এই গোলটি শোধ করে দেয় রিয়াল মাদ্রিদ।

আর্দা গুলেরের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এবারের লা লিগায় এটি ৭ ম্যাচে তাঁর অষ্টম গোল।

প্রথমার্ধে গোল করলেও দ্বিতীয়ার্ধে হতাশায় পুড়তে হয়েছে এমবাপ্পেকে
প্রথমার্ধে গোল করলেও দ্বিতীয়ার্ধে হতাশায় পুড়তে হয়েছে এমবাপ্পেকে,রয়টার্স

৩৬তম মিনিটে রিয়াল ২–১ ব্যবধানে এগিয়েও যায়। বাইলাইন থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গুলের। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি রিয়াল।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে আতলেতিকোর পক্ষে স্কোরলাইন ২–২ করেন আলেক্সান্ডার সরলথ।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি। তবে আতলেতিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশায় ডোবায়। ৪৯তম মিনিটে পেনাল্টিতে ৩–২ করেন হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ৬৩তম ব্যবধান আরও বাড়ান। রিয়ালের আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো ফাউল করলে ফ্রি কিক পায় আতলেতিকো। বক্সের বেশ দূর থেকে কোনাকুনি শটে সেটিই জালে পাঠিয়ে দেন আরভারেজ। সর্বশেষ ম্যাচেই এই আলভারেজ ভায়েকানোর বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক।

ফ্রি কিকে দুর্দান্ত গোলের পর হুলিয়ান আলভারেজের উদ্‌যাপন
ফ্রি কিকে দুর্দান্ত গোলের পর হুলিয়ান আলভারেজের উদ্‌যাপন, রয়টার্স

আতলেতিকো ততক্ষণে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণে। জয় প্রায় নিশ্চিত, এমন আবহের মধ্যে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন আঁতোয়ান গ্রিজমান। লা লিগায় টানা ২২ ম্যাচ গোলখরার পর প্রথম গোল এটি তাঁর।

বড় হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট দলটির। আতলেতিকো মাদ্রিদ মৌসুমের তৃতীয় জয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে।

বার্সেলোনা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.