রিকেলটনের ট্রিপল সেঞ্চুরি হারানোর দিনে দক্ষিণ আফ্রিকানদের রান-উৎসব

0
10
২৫০ ছোঁয়ার পর দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন, এএফপি

ফিল্ডিং করতে করতে নিশ্চিত ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানিদের। কম তো নয়, ১৪১.৩ ওভার ফিল্ডিং করতে হয়ে পাকিস্তানকে। আর ম্যারাথন ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকানরা প্রথম ইনিংস শেষ করেছে ৬১৫ রানে। এই রানের ২৫৯-ই এসেছে রায়ান রিকেলটনের ব্যাট থেকে। নিখুঁত এক ইনিংসই খেলা দক্ষিণ আফ্রিকান ওপেনার জাগিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরির পেয়ে যাওয়ার সম্ভাবনাও।

সেই সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছেন রিকেলটন আগা সালমানের বলে বড় এক শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে। ৬০৭ মিনিট ব্যাট করা রিকেলটন ৩৪৩ বলের ইনিংসেই ওই একবার সুযোগ দিয়েছেন প্রতিপক্ষকে। তাতে নিউল্যান্ডসে প্রথমে কবরের নীরবতা নেমে আসে। একটু পরেই অবশ্য দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ইনিংসের মালিককে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান দর্শকরা।

রিকেলটন ফেরায় ভাঙে মার্কো ইয়ানসেনের সঙ্গে তাঁর ৮৬ রানের সপ্তম উইকেট জুটি। এর আগে ষষ্ঠ উইকেটে কাইল ভেরেইনাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজের সর্বোচ্চ ইনিংস খেলা রিকেলটন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া রিকেলটন ৩৪৩ বলের ইনিংসে মেরেছেন ২৯ চার ও ৩টি ছক্কা।

সেঞ্চুরির পর কাইল ভেরেইনা
সেঞ্চুরির পর কাইল ভেরেইনা, এএফপি

বাভুমা ও রিকেলটনের পর ইনিংসে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন ভেরেইনা। এই উইকেটকিপার ব্যাটসম্যান ১৪৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় করেছেন ঠিক ১০০ রান। সর্বশেষ ছয় টেস্টে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি।

ভেরেইনা ও রিকেলটন ফেরার পর মার্কো ইয়ানসেন (৫৪ বলে ৬২) ও কেশব মহারাজ (৩৫ বলে ৪০) স্কোর বোর্ডে দ্রুত কিছু রান যোগ করে দলের স্কোরটাকে ৬০০-র ওপরে নিয়ে যান। ৬১৫ রানে অলআউট হয়ে মাত্র ৫ রানের জন্যই পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ স্কোরটা ছুঁতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০০৩ সালে এই কেপটাউনেই ৭ উইকেটে ৬২০ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

এরপর ব্যাটিংয়ে নেমে মনঃসংযোগ  হারানোর গল্পই লিখেছে পাকিস্তান। যে উইকেটে প্রায় পৌনে দুদিন ব্যাটিং করল প্রোটিয়ারা, সেই নিউল্যান্ডসে ২১ ওভার ব্যাটিং করেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনটা সফরকারীরা শেষ করেছে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে। উইকেট-সংখ্যাটাকে আপনি ৪ পড়তে পারেন। চোটে পড়া পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব যে ব্যাটিং করতে পারবেন না। ফলো অন এড়াতেই আরও ৩৫১ রান করতে হবে পাকিস্তানকে।

৬২ রান করেছেন মার্কো ইয়ানসেন
৬২ রান করেছেন মার্কো ইয়ানসেন, এএফপি

ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম ওভারেই হারায় অধিনায়ক শান মাসুদকে। ২ রান করা মাসুদকে ফেরানো কাগিসো রাবাদা পরে নিয়েছেন সৌদ শাকিলের উইকেট। মাঝে মার্কো ইয়ানসেন বোল্ড করেছেন কামরান গুলামকে। ২০ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে এরপর আর বিপদে পড়তে দেননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সাইমের বদলে ওপেন করতে নামা বাবর ৩১ রানে ও রিজওয়ান ৯ রানে দিন শেষ করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪১.৩ ওভারে ৬১৫ (রিকেলটন ২৫৯, বাভুমা ১০৬, ভেরেইনা ১০০, ইয়ানসেন ৬২, মহারাজ ৪০; আব্বাস ৩/৯৪, সালমান ৩/১৪৮, খুররম ২/১২৩, হামজা ২/১২৭)। পাকিস্তান ১ম ইনিংস: ২১ ওভারে ৬৪/৩ (বাবর ৩১*, গুলাম ১২, রিজওয়ান ৯*; রাবাদা ২/৯)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.