রাশিয়ান সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ সেনাপ্রধানের

0
14
রাশিয়ান সেনাদের শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাশিয়ার সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (৮ এপ্রিল) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে অবস্থিত ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ফুলেল শ্রদ্ধা জানানোর এ আনুষ্ঠানিকতা পরিচালনা করেন রুশ পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ওলেগ সালিউকভ। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

রাশিয়ান সেনাদের শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পরে বাংলাদেশের সামরিক প্রতিনিধিদলের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল ১৫৪তম আলাদা প্রিওব্রাঝেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের কুচকাওয়াজ। এতে অংশ নেয় রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার পতাকা এবং রাষ্ট্রীয় পতাকা বহনকারী দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.