নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে—রাশিচক্রে ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করে জানাচ্ছেন জ্যোতিষী ও আধ্যাত্মিক বিষয়ে পরামর্শদাতা ফজলে আজিম
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
এ বছর আপনার আত্মবিকাশের বছর। শুরু থেকে পরিকল্পনা করে কাজে লেগে পড়ুন, যাতে বছর শেষে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। বিবাহযোগ্য অনেকেই সঙ্গীর দেখা পাবেন, বিয়ের বাদ্য বাজবে। কারও কারও ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অধিপতি গ্রহ: মঙ্গল
শুভ রত্ন: রক্তপ্রবাল, রুবি ও গার্নেট
শুভ রং: লাল, হলুদ ও সোনালি
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯
শুভ বার: মঙ্গল, শুক্র ও শনি
বৈশিষ্ট্য: আপনি প্রাণবন্ত, উদ্যমী ও আশাবাদী। আপনি জানেন, কীভাবে নিজের অধিকার আদায় করে নিতে হয়। কিছুটা স্বেচ্ছাচারী হওয়ায় অবচেতনে অন্যের মনোকষ্টের কারণ হতে পারেন। আবেগের আতিশয্য কিংবা রাগের মাথায় রূঢ় আচরণ করে ফেললেও পরে অনুশোচনা আপনি করেন। আবার নিজের আবেগ–অনুভূতি সহজে প্রকাশ পেতেও দেন না। কারও কারও ক্ষেত্রে মাঝেমধ্যে হঠকারিতা করতে দেখা যায়। তবে এতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। আপনি স্বাধীনচেতা ও দায়িত্ব নিতে ভালোবাসেন। একটু অনুপ্রেরণা পেলে যেকোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারেন। সহজাতভাবেই আপনি মহৎ ও দয়ালু। বন্ধুদের প্রতি বিশ্বস্ত। যদিও কিছু মানুষ আপনাকে ভুল বোঝে। আপনার মধ্যে আছে তেজ ও বীরত্ব। আপনি আদর্শবাদী ও দূরদর্শী। বহু বিষয়ে আপনার নেতৃত্ব ও দিকনির্দেশনা সাফল্য নিয়ে আসে। মেষ রাশির জাতকদের শরীরের দুর্বলতম স্থান মাথা, মুখ ও চোখ। কারও কারও ক্ষেত্রে মাথায় আঘাত কিংবা মুখে আঘাতের দাগ থাকতে পারে।
কেমন যাবে মেষ রাশির ২০২৪
এ বছর আপনার আত্মবিকাশের বছর। শুরু থেকে পরিকল্পনা করে কাজে লেগে পড়ুন, যাতে বছর শেষে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। বিবাহযোগ্য অনেকেই সঙ্গীর দেখা পাবেন, বিয়ের বাদ্য বাজবে। কারও কারও ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
এ বছর অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আয় বৃদ্ধি পেলে ব্যয় না বাড়িয়ে সঞ্চয় ও বিনিয়োগের চেষ্টা করুন। বছরের শুরুতে ব্যয় বাড়তে পারে। কথাবার্তায় বিশেষ সাবধানতা প্রয়োজন হতে পারে। সন্তানের শরীর–স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য অনেকে ফেঁসে যেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
অধিপতি গ্রহ: শুক্র
শুভ রত্ন: হীরা ও পান্না
শুভ রং: সবুজ, নীল ও সাদা
শুভ সংখ্যা: ২, ৭, ৮ ও ৯
শুভ বার: শুক্র, শনি, সোম ও বুধ
বৈশিষ্ট্য: আপনি ধীরস্থিরভাবে যেকোনো কিছু করতে পছন্দ করেন। সহনশীলতা আপনার এক অনন্য গুণ। উদার মনমানসিকতায় সহজেই অন্যকে আপন করে নিতে পারেন। আপনার দূরদৃষ্টির কাছে অন্যের মতামত মূল্যহীন মনে হতে পারে। তবে কেউ কিছু বলতে চাইলে থামিয়ে না দিয়ে মনোযোগ দিয়ে মতামতটা শুনুন। হয়তো আপনার প্রশ্নের জবাব সেখানেই খুঁজে পাবেন। সম্পর্ক উন্নয়নে এ বছর এই টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোবাসেন। অন্যের প্রতি আপনি যত্নশীল ও সমমর্মী। ঘরে–বাইরে সব কিছু গুছিয়ে করতে পছন্দ করেন। আপনার এসব গুণের কারণে অনেক মানুষের ভালোবাসা পাবেন। আপনি জানেন, কীভাবে জীবন উপভোগ করতে হয়। আপনি আত্মনির্ভরশীলতা পছন্দ করেন। শিল্প, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকতে পারে। লেখালেখিতেও আপনি বেশ ভালো করতে পারেন। বৃষ রাশির জাতকেরা সাধারণত রান্নায় পারদর্শী হন। সাজসজ্জা ও সৌন্দর্যপ্রীতি তাঁদের সহজাত বৈশিষ্ট্য। বৃষ রাশির জাতকদের থাইরয়েড গ্রন্ধি, গলা, ঘাড় ও কণ্ঠস্বর–সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায়।
কেমন যাবে বৃষ রাশির ২০২৪
এ বছর অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আয় বৃদ্ধি পেলে ব্যয় না বাড়িয়ে সঞ্চয় ও বিনিয়োগের চেষ্টা করুন। বছরের শুরুতে ব্যয় বাড়তে পারে। কথাবার্তায় বিশেষ সাবধানতা প্রয়োজন হতে পারে। সন্তানের শরীর–স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য অনেকে ফেঁসে যেতে পারেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
এ বছর অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করতে গিয়ে বন্ধু যাতে শত্রুতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখুন। বন্ধুবান্ধবের মাধ্যমে কেউ কেউ নতুন চাকরি বা ব্যবসার সন্ধান পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সুপরামর্শ আশা করতে পারেন। বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কারও কারও ক্ষেত্রে প্রবাসী হওয়া বা বিদেশযাত্রা হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
অধিপতি গ্রহ: বুধ
শুভ রত্ন: পোখরাজ ও পান্না
শুভ রং: সবুজ ও হলুদ
শুভ সংখ্যা: ৩, ৫, ৬ ও ৭
শুভ বার: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র
বৈশিষ্ট্য: এক জায়গায় বেশি সময় বসে থাকা আপনার জন্য কঠিন। চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখর করে রাখতে পারলেই আপনি খুশি। ব্যবসায়িক দিক দিয়েও আপনি সাফল্য অর্জন করবেন। অশুভ বুধের প্রভাবে কারও কারও মিথ্যা বলার বদভ্যাস থাকতে পারে। মিথ্যা বললে সুনাম ক্ষুণ্ন হয়, আস্থা ও সামাজিক গ্রহণযোগ্যতা কমে যায়। মিথ্যা বলার কারণে প্রিয়জনের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। এ বিষয়ে সতর্ক থাকুন। সহজাতভাবে আপনি দক্ষ সংগঠক। একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা ও যোগ্যতা দুটোই আপনার আছে। সঙ্গ পেলে আপনি গল্প করতে খুব পছন্দ করেন। নতুন কোনো পরিবেশে অনায়াসে আড্ডা জমিয়ে তুলতে পারেন। আপনার হৃদয় স্নেহ–মমতা ও ভালোবাসায় পরিপূর্ণ। ক্রীড়া, সংগীত ও লেখালেখিতে চেষ্টা করলে ভালো করার যথেষ্ট সুযোগ পাবেন। জ্ঞানার্জনের প্রতি সহজাত আকর্ষণ আছে আপনার। এ রাশির অনেকেই বই পড়তে খুব পছন্দ করেন। সব সময়ই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পারলে ভালো থাকেন। ব্যস্ততার মধ্যেও তাঁরা সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ পাবেন। মিথুন রাশির জাতকদের প্রকাশনা, পরিবহন, কুরিয়ার, ইনস্যুরেন্স ব্যবসা এবং সাংবাদিকতা, আইন কিংবা শিক্ষকতা পেশায় সফল হতে দেখা যায়। মিথুন রাশির জাতকদের কাঁধ, হাত, স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র ও মস্তিষ্কের পীড়ায় আক্রান্ত হতে দেখা যায়।
কেমন যাবে মিথুন রাশির ২০২৪
এ বছর অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করতে গিয়ে বন্ধু যাতে শত্রুতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখুন। বন্ধুবান্ধবের মাধ্যমে কেউ কেউ নতুন চাকরি বা ব্যবসার সন্ধান পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সুপরামর্শ আশা করতে পারেন। বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কারও কারও ক্ষেত্রে প্রবাসী হওয়া বা বিদেশযাত্রা হতে পারে
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
এ বছর খাদ্যাভ্যাসের দিকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্বাস্থ্যহানির কারণ হতে পারে। আত্মপ্রতিষ্ঠার জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকতে পারে। পেশাগত ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। নেতৃত্বের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভিসা জটিলতা কেটে যাবে বলে আশা করা যায়। দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
অধিপতি গ্রহ: চন্দ্র
শুভ রত্ন: মুক্তা ও মুনস্টোন
শুভ রং: সাদা, সোনালি, ক্রিম, হলুদ ও লাল
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮
শুভ বার: সোম, শুক্র ও বুধ
বৈশিষ্ট্য: আপনি সাধারণত কোনো ধরনের ঝঞ্ঝাট চান না। শান্তিপ্রিয় মানুষ বটে, তবে রেগে গেলে যতটা ভয়ংকর চিন্তা করেন বাস্তবে তার বিপরীত আচরণ করেন। আবেগের বশে এমন কিছুতে জড়ানো ঠিক হবে না, যার জন্য ভবিষ্যতে অনুশোচনা করতে হয়। পুরোনো রীতিনীতি মেনে চলার প্রতি আপনার আকর্ষণ আছে। আপনি যথেষ্ট কল্পনাপ্রবণ, আবার কর্মঠ। সব ব্যাপারেই বুঝেশুনে চলেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনার আছে। আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা ও চেষ্টাও আপনার আছে। সংগীত ও শিল্পকলার প্রতি আগ্রহ থাকতে পারে। কর্কট রাশির জাতকদের অন্তর্দৃষ্টি গভীর। অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন। আপনি যথেষ্ট অতিথিপরায়ণ ও আন্তরিক। সেবামূলক কাজে আপনার সহজাত আকর্ষণ আছে। অনেক সময় অন্যকে অনুসরণ করার চেয়ে অনুকরণই বেশি করেন। পরবর্তী জীবনের হিসাব মেলাতে গিয়ে হতাশাগ্রস্ত হতে দেখা যায়। কর্কট রাশির জাতকদের বুক, স্তন, পেট ও খাদ্যনালির সমস্যা থাকতে পারে।
কেমন যাবে কর্কট রাশির ২০২৪
এ বছর খাদ্যাভ্যাসের দিকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্বাস্থ্যহানির কারণ হতে পারে। আত্মপ্রতিষ্ঠার জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকতে পারে। পেশাগত ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। নেতৃত্বের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভিসা জটিলতা কেটে যাবে বলে আশা করা যায়। দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
এ বছর দূরদূরান্তে ভ্রমণের প্রচুর সুযোগ পেতে পারেন। বিবাহিত ব্যক্তিরা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। এসব ক্ষেত্রে কখনো তৃতীয় পক্ষকে মধ্যস্থতার জন্য টানবেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। ব্যবসায়ী হলে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি রাখুন। অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে অংশীদারি ব্যবসায় বিশেষ সতর্কতার প্রয়োজন হতে পারে। লেনদেনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতার প্রয়োজন আছে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
অধিপতি গ্রহ: রবি
শুভ রত্ন: রুবি ও পান্না
শুভ রং: লাল, কমলা ও সবুজ
শুভ সংখ্যা: ১, ৪, ৫ ও ৯
শুভ বার: রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র
বৈশিষ্ট্য: যেকোনো কিছু জয় করার জন্য আপনার আছে দৃঢ় ইচ্ছাশক্তি। আপনি অন্যের কাছে বিশ্বস্ত। নিরবচ্ছিন্ন অধ্যবসায় আপনার সাফল্যের মূলসূত্র। আপনি জানেন, কীভাবে সময়ের মূল্য দিতে হয়। সব কিছু নিখুঁতভাবে করতে চান। আপনার জেদ ও একরোখা মনোভাবের কারণে অন্যের রোষানলে পড়তে পারেন। আপনি ন্যায়বিচার করতে পছন্দ করেন। আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণ আছে। আপনি কর্মঠ ও আত্মনির্ভরশীল। সুযোগ পেলে আপনি নেতৃত্ব দিতে চান, যা আপনার সহজাত। শিল্পকলা, ক্রীড়া ও সংগীতের প্রতি আকর্ষণ থাকতে পারে। সোজাসাপটা কথা বলার কারণে কেউ কেউ আপনাকে ভুল বুঝতে পারে। তবে হৃদয় আপনার ভালোবাসায় পরিপূর্ণ। সিংহ রাশির জাতকদের বুক, হৃৎপিণ্ড ও মেরুদণ্ড–সংক্রান্ত সমস্যা থাকতে দেখা যায়।
কেমন যাবে সিংহ রাশির ২০২৪
এ বছর দূরদূরান্তে ভ্রমণের প্রচুর সুযোগ পেতে পারেন। বিবাহিত ব্যক্তিরা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। এসব ক্ষেত্রে কখনো তৃতীয় পক্ষকে মধ্যস্থতার জন্য টানবেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। ব্যবসায়ী হলে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি রাখুন। অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে অংশীদারি ব্যবসায় বিশেষ সতর্কতার প্রয়োজন হতে পারে। লেনদেনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতার প্রয়োজন আছে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
এ বছর দাম্পত্য সম্পর্কের বেলায় সন্দেহজনক আচরণ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে সম্পর্ক প্রাণবন্ত রাখুন। চোখের যত্ন নিন, কারও কারও ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা দেখা দিতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। কারও কারও ক্ষেত্রে চোখে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। ভুল বোঝাবুঝির ঝুঁকি এড়াতে সরাসরি কথা বলুন। বিবাহবহির্ভূত সম্পর্ক কারও কারও জন্য বিপজ্জনক হতে পারে। দেশ–বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
অধিপতি গ্রহ: বুধ
শুভ রত্ন: পান্না ও পোখরাজ
শুভ রং: সাদা, হলুদ ও সবুজ
শুভ সংখ্যা: ৪, ৭ ও ৯
শুভ বার: সোম, বুধ, শুক্র ও বৃহস্পতি
বৈশিষ্ট্য: আপনি সহজাত বিচারবুদ্ধি ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। প্রয়োজনে প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী আপনি। তীক্ষ্ণ স্মৃতিশক্তি আপনার। সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন। যে কারণে প্রায়ই অন্যের ওপর অভিমান করে থাকেন। তবে যা–ই হোক, আপনি সব সময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান। সংগীত, গণিত, যুক্তি ও কর্মদক্ষতায় আপনি অনন্য। সাংগঠনিক দক্ষতার কারণে আপনার ওপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করতে দেখা যায়। পাচনতন্ত্র, প্লীহা, অন্ত্র ও স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগতে পারেন।
কেমন যাবে কন্যা রাশির ২০২৪
এ বছর দাম্পত্য সম্পর্কের বেলায় সন্দেহজনক আচরণ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে সম্পর্ক প্রাণবন্ত রাখুন। চোখের যত্ন নিন, কারও কারও ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা দেখা দিতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। কারও কারও ক্ষেত্রে চোখে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। ভুল বোঝাবুঝির ঝুঁকি এড়াতে সরাসরি কথা বলুন। বিবাহবহির্ভূত সম্পর্ক কারও কারও জন্য বিপজ্জনক হতে পারে। দেশ–বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িকভাবে সাফল্যের জন্য দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে এ বছর আপনার জন্য ব্যবসায়িক দিক থেকে সাফল্যময় হতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভালো যেতে পারে। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি, নেতৃত্বের সুযোগ পেতে পারেন। লেখক ও প্রকাশকদের নিত্যনতুন উপায়ে প্রচার ও বিপণনের কাজে হাত দেওয়ার প্রয়োজন হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তর্ক নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
অধিপতি গ্রহ: শুক্র
শুভ রত্ন: হীরা, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন
শুভ রং: সাদা, কমলা ও লাল
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৭
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার
বৈশিষ্ট্য: আপনার পছন্দ সামঞ্জস্যতা ও শৃঙ্খলা। আপনি বৈষম্য পছন্দ করেন না। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ গুণ আপনার আছে। নতুন কোনো পরিবেশে গেলেও সঙ্গী জোগাড় করে নেওয়া আপনার কাছে ব্যাপার না। সংগীত, ক্রীড়া কিংবা লেখালেখিতে ভালো করতে দেখা যায়। তুলা রাশির জাতকেরা সাধারণত সৌন্দর্যের পূজারি, রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। সহজেই অন্যের সঙ্গে মিশতে পারেন। যোগাযোগমূলক কাজে আপনার বিশেষ দক্ষতা আছে। অন্যায় কাজ আপনার নীতিবিরুদ্ধ। যেকোনো কাজ ধীরে ধীরে করতে পছন্দ করেন। অনেকের ক্ষেত্রেই এ কারণে ভাগ্যোন্নয়ন বিলম্বিত হয়। কর্মস্থলে আপনার মতো সহমর্মী ও সহযোগী পাওয়া দুষ্কর। অধস্তনদের দক্ষতা উন্নয়নে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনার শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে কিডনি, ত্বক, কটিদেশীয় অঞ্চল ও নিতম্ব।
কেমন যাবে তুলা রাশির ২০২৪
ব্যবসায়িকভাবে সাফল্যের জন্য দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে এ বছর আপনার জন্য ব্যবসায়িক দিক থেকে সাফল্যময় হতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভালো যেতে পারে। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি, নেতৃত্বের সুযোগ পেতে পারেন। লেখক ও প্রকাশকদের নিত্যনতুন উপায়ে প্রচার ও বিপণনের কাজে হাত দেওয়ার প্রয়োজন হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তর্ক নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
এ বছর আপনার পারিবারিক দায়দায়িত্ব বাড়তে পারে। পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে। পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের শরীরের যত্ন নিন। মাদকের বদভ্যাসে লিভার–সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। মায়ের স্বাস্থ্যের খোঁজ নিন, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করুন। সন্তানের বিষয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে প্রতারণার শিকার হতে পারেন; এ বিষয়ে সতর্ক থাকুন। বিবাহযোগ্য অনেকের এ বছর বিয়ের পিঁড়িতে বসা হতে পারে। কোনো বিষয় চুক্তি সম্পাদনও হতে পারে। অর্থ উপার্জনের বিকল্প রাস্তার সন্ধান পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
অধিপতি গ্রহ: পাশ্চাত্যমতে প্লুটো, প্রাচ্যমতে মঙ্গল গ্রহ
শুভ রত্ন: রক্তপ্রবাল
শুভ রং: হলুদ, কমলা, লাল ও সাদা।
শুভ সংখ্যা: ৩, ৪ ও ৯
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র
বৈশিষ্ট্য: আপনি সংযমী, দৃঢ়প্রতিজ্ঞ ও গোপনীয়তাপ্রিয়। নিজের দুঃখ–কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আপনি নিরিবিলি থাকতে বেশি পছন্দ করেন। সুযোগ বুঝে অন্যকে চমকে দিতে পারেন। জীবনের সব অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ করতে চান। অতীন্দ্রিয় বিষয়ের প্রতি আগ্রহ থাকতে পারে। দায়িত্ব নেওয়ার মতো সাহস ও ধৈর্য আপনার আছে। তবে একবার চটে গেলে আপনার কথাবার্তা বড় বেশি তীক্ষ্ণ ও কর্কশ হয়ে যায়। আপনি সাধারণত গবেষণামূলক কাজে দক্ষ। সংগীত, শিল্পকলা ও লেখালেখির প্রতি সহজাত আকর্ষণ আছে। লেখক হিসেবে বেশ সুনাম কুড়াতে পারেন। যথেষ্ট বুদ্ধিমানও আপনি। তবে মাঝেমধ্যে নিজের ভুলে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও আপনি যথেষ্ট আন্তরিক। তরুণ বয়সে কারও কারও ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আপনার শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে প্রজনন ও যৌনাঙ্গ।
কেমন যাবে বৃশ্চিক রাশির ২০২৪
এ বছর আপনার পারিবারিক দায়দায়িত্ব বাড়তে পারে। পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে। পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের শরীরের যত্ন নিন। মাদকের বদভ্যাসে লিভার–সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। মায়ের স্বাস্থ্যের খোঁজ নিন, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করুন। সন্তানের বিষয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে প্রতারণার শিকার হতে পারেন; এ বিষয়ে সতর্ক থাকুন। বিবাহযোগ্য অনেকের এ বছর বিয়ের পিঁড়িতে বসা হতে পারে। কোনো বিষয় চুক্তি সম্পাদনও হতে পারে। অর্থ উপার্জনের বিকল্প রাস্তার সন্ধান পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
এ বছর ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রস্তুতিবিহীন হলে যাত্রাপথে প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই প্রস্তুতি নিন। শিল্প–সংস্কৃতি ও সৃজনশীল পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভালো যেতে পারে। পেশাগত কাজের স্বীকৃতি পেতে পারেন। সন্তান লাভের যোগ আছে। প্রতিবেশীদের সঙ্গে কৌশলে ঝামেলা এড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। কারও কারও ক্ষেত্রে পেশাগত পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
অধিপতি গ্রহ: বৃহস্পতি
শুভ রত্ন: পোখরাজ ও টোপাজ
শুভ রং: সাদা, কমলা, সবুজ ও উজ্জ্বল নীল
শুভ সংখ্যা: ১, ৩, ৪, ৬, ৮ ও ৯
শুভ বার: রবি, বুধ, বৃহস্পতি ও শুক্র
বৈশিষ্ট্য: সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি আপনার আগ্রহ আছে। আবেগ বা কল্পনা নয়, বাস্তবতার নিরিখে আপনি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। আপনি দিকনির্দেশনামূলক পেশায় ভালো করবেন। নতুন কিছু অনায়াসে শিখতে পারেন। আপনি যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন ও প্রকৃত জ্ঞানের অধিকারী। জীবনের অনেক ক্ষেত্রে আপনার দর্শন, বুদ্ধি ও পরামর্শ অন্যদের প্রেরণা জোগায়। আপনি পেশাগত জীবনে যত সফল হবেন, আপনার সহচরের সংখ্যা তত বাড়তে থাকবে। ধর্মকর্ম ও পরোপকার আপনাকে মানসিক প্রশান্তি দেবে। ব্যক্তিজীবনে আপনি সৎ থাকার চেষ্টা করেন। অন্যকেও সততা ও ভালো কাজে উৎসাহিত করেন। অসতর্কতা ও অতিরিক্ত উদ্বিগ্নতার ফলে প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। তবে কারও সমালোচনা ও বিতর্ক করা থেকে বিরত থাকুন। আপনার শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে যকৃত ও ঊরু।
কেমন যাবে ধনু রাশির ২০২৪
এ বছর ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রস্তুতিবিহীন হলে যাত্রাপথে প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই প্রস্তুতি নিন। শিল্প–সংস্কৃতি ও সৃজনশীল পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভালো যেতে পারে। পেশাগত কাজের স্বীকৃতি পেতে পারেন। সন্তান লাভের যোগ আছে। প্রতিবেশীদের সঙ্গে কৌশলে ঝামেলা এড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। কারও কারও ক্ষেত্রে পেশাগত পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
এ বছর আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় অল্প হলেও নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করুন। সাময়িকভাবে সময় চ্যালেঞ্জিং যেতে পারে। অলসতার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বেশি সাবধানতার প্রয়োজন আছে। যানবাহন কেনার সময় অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। নবদম্পতিদের সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। আইন, মধ্যস্থতা কারবারিদের সাফল্যের সম্ভাবনা আছে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
অধিপতি গ্রহ: শনি
শুভ রত্ন: ইন্দ্রনীলা
শুভ রং: সাদা, কালো, লাল ও নীল
শুভ সংখ্যা: ৬, ৮ ও ৯
শুভ বার: মঙ্গল, বুধ, শুক্র ও শনি
বৈশিষ্ট্য: আপনি কিছুটা আরামপ্রিয়। ধীরস্থিরভাবে কাজ শুরু করতে পছন্দ করেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে এ নিয়ে আপনাকে অনেক কথা শুনতে হতে পারে। তবে আপনি সূক্ষ্মভাবে অনেক কিছু করতে পারেন, যেটা অন্যরা পারে না। আপনি আগবাড়িয়ে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া বা সবার সঙ্গে সহজে মিশতে পারেন না। নিজের মধ্যে জড়তা কাজ করে। যত বেশি ভালো মানুষের সঙ্গে মিশতে পারবেন, ততই আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়বে। পাশাপাশি একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি অধ্যবসায়ী, পরিশ্রমী ও স্বাধীনচেতা। জীবনের অনেক ক্ষেত্রেই আপনি সহনশীল ও হিসাবি। জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই আপনার সাফল্য এসেছে। আর তাই আপনার জীবনদৃষ্টি অন্যদের চেয়ে আলাদা। এ রাশির অনেকেই সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করেন। পুরোনো রীতিনীতি মেনে চলতে চান। আপনার দায়িত্বজ্ঞান ও সচেতনতার ফলে অন্যরা সহজে আপনাকে বিশ্বাস করে। রহস্যজনক বিষয়ের প্রতি আপনার ঝোঁক থাকতে পারে। এ রাশির জাতকদের জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সাফল্য সাধারণত বেশি বয়সে আসে। আপনি সদা সতর্ক ও হিসাবি। আরামপ্রিয় বলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। তবে যথেষ্ট কর্মশক্তির অধিকারী। সহজাতভাবে আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে। মাঝেমধ্যে আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয়। ভাগ্যোন্নয়নে আপনার জন্য কর্মের বিকল্প নেই। নানা রকমের প্রতিবন্ধকতা মোকাবিলা করার মাধ্যমে আপনাকে সামনের পথে এগিয়ে চলতে হয়। বাস্তবজীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না। শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু, জয়েন্ট, কঙ্কালতন্ত্র ও রক্তসংবহনতন্ত্র। কারও কারও ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন কিংবা অসুবিধা থাকতে পারে।
কেমন যাবে মকর রাশির ২০২৪
এ বছর আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় অল্প হলেও নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করুন। সাময়িকভাবে সময় চ্যালেঞ্জিং যেতে পারে। অলসতার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বেশি সাবধানতার প্রয়োজন আছে। যানবাহন কেনার সময় অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। নবদম্পতিদের সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। আইন, মধ্যস্থতা কারবারিদের সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ বছর আপনার জন্য পরিশ্রমের বছর। অলসতায় সময় নষ্ট করলে এর জন্য পরে পস্তাতে হতে পারে। লোকে কী ভাববে, এ চিন্তা না করে কাজে নেমে পড়ুন। কাজকে ভালোবাসলে সফলতা আপনার জন্য অবধারিত। আলস্য ও খেয়ালিপনা সাফল্যের পথে বাধার কারণ হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের মাধ্যমে নতুন কারও সঙ্গে পরিচয় ও ভাগ্যোন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। কথাবার্তায় বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। আর্থিক দিক সাময়িকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। কারও কারও ক্ষেত্রে বাড়ি বা বাহন কেনা হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অধিপতি গ্রহ: পাশ্চাত্যমতে ইউরেনাস, প্রাচ্যমতে শনি
শুভ রত্ন: ইন্দ্রনীলা
শুভ রং: সাদা, লাল ও হলুদ
শুভ সংখ্যা: ২, ৩, ৬, ৭ ও ৯
শুভ বার: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র
বৈশিষ্ট্য: আপনি যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। অতিরিক্ত সতর্কতা অনেক সময় সুযোগ হাতছাড়া হওয়ার কারণ হতে পারে। একাধিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ আছে। তবে সফল হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করার চেষ্টা করুন। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে আপনি নতুন কিছু করতে চান। তবে নিজেকে শৃঙ্খলিত করতে পারলেই আপনি সফল হবেন। আপনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ও পরোপকারী। নিত্যনতুন আবিষ্কারের প্রতি সহজাত আকর্ষণ আছে। যথেষ্ট পরিশ্রমী। আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম। যোগাযোগমূলক কাজে আপনার দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয়। কম–বেশি সব বিষয় সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করেন। অধিকাংশ সময়ই আপনি স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন। শরীরের দুর্বলতম স্থান হচ্ছে হাঁটু ও গোড়ালি। কারও কারও পায়ে আঘাত, মচকানো বা অন্য কোনো সমস্যা থাকতে দেখা যায়।
কেমন যাবে কুম্ভ রাশির ২০২৪
এ বছর আপনার জন্য পরিশ্রমের বছর। অলসতায় সময় নষ্ট করলে এর জন্য পরে পস্তাতে হতে পারে। লোকে কী ভাববে, এ চিন্তা না করে কাজে নেমে পড়ুন। কাজকে ভালোবাসলে সফলতা আপনার জন্য অবধারিত। আলস্য ও খেয়ালিপনা সাফল্যের পথে বাধার কারণ হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের মাধ্যমে নতুন কারও সঙ্গে পরিচয় ও ভাগ্যোন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। কথাবার্তায় বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। আর্থিক দিক সাময়িকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। কারও কারও ক্ষেত্রে বাড়ি বা বাহন কেনা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
এ বছর নানারকম চ্যালেঞ্জ মোকাবিলা করে ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হবেন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। আয়–উপার্জন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আমদানি–রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বৈদেশিক লেনদেনে দীর্ঘসূত্রতা দেখা যেতে পারে। শিক্ষকতা পেশার অনেকেই উচ্চতর বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণার সুযোগ পাবেন। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যার কারণ হতে পারে এমন বিষয়গুলো থেকে সচেতনভাবে দূরে থাকুন। নিজের শরীরের যত্ন নিন। কাছে কিংবা দূরে ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অধিপতি গ্রহ: পাশ্চাত্যমতে নেপচুন, প্রাচ্যমতে বৃহস্পতি
শুভ রত্ন: পোখরাজ, গোমেদ ও সাদা জিরকন
শুভ রং: লাল, হলুদ, কমলা ও গোলাপি
শুভ সংখ্যা: ১, ৩, ৪ ও ৯
শুভ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতি
বৈশিষ্ট্য: প্রকৃতিগতভাবে আপনি শান্ত। আপনার মধ্যে মানবিক গুণাবলি স্পষ্টভাবে বিদ্যমান। আপনি পরোপকারী। আপনি জানেন মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। আপনি সদা হাসিখুশি থাকতে পছন্দ করেন। নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আপনি ভ্রমণপ্রিয়, দেশ–বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন। আচার–ব্যবহারে যথেষ্ট আন্তরিক ও বন্ধুবৎসল হওয়ায় যেকোনো বয়সীদের সঙ্গে সহজে মিশতে পারেন। যেকোনো কিছু ঘটার আগে অন্তর্দৃষ্টির মাধ্যমে তা বুঝতে পারেন। ধর্মীয় ও রহস্যজনক বিষয়ের প্রতি আপনার আগ্রহ আছে। মীন রাশির জাতকেরা জলজাতীয় পণ্য, কৃষি ও শিক্ষকতায় পেশায় সফল হন। আপনার পায়ের পাতা ও আঙুলে সমস্যা থাকতে দেখা যায়। কারও কারও ক্ষেত্রে স্থূলতা, মেদাধিক্য থাকতে পারে। এ ছাড়া পায়ের পাতা বেঁকে যাওয়া বা অন্য কোনো ধরনের আঘাত বা অসুবিধা থাকতে পারে।
কেমন যাবে মীন রাশির ২০২৪
এ বছর নানারকম চ্যালেঞ্জ মোকাবিলা করে ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হবেন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। আয়–উপার্জন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আমদানি–রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বৈদেশিক লেনদেনে দীর্ঘসূত্রতা দেখা যেতে পারে। শিক্ষকতা পেশার অনেকেই উচ্চতর বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণার সুযোগ পাবেন। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যার কারণ হতে পারে এমন বিষয়গুলো থেকে সচেতনভাবে দূরে থাকুন। নিজের শরীরের যত্ন নিন। কাছে কিংবা দূরে ভ্রমণের সুযোগ পেতে পারেন।