বর্তমানে বিশ্বজুড়ে চলছে ‘পুষ্পা টু’র ঝড়। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। প্রথম কিস্তির মতো এই সিনেমায় দর্শকদের নজর কেড়েছেন রাশমিকা মান্দানা। চারদিকে আল্লু অর্জুনের পাশাপাশি তারও জয়জয়কার।
অন্যদিকে সালমানের খানের বহু প্রত্যাশিত সিনেমা ‘সিকান্দার’ নিয়েও জোরকদমে প্রস্তুতি চলছে রাশমিকার। এ সিনেমায় রয়েছেন অভিনেত্রী। বর্তমানে ‘সিকান্দার’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু এসবের মাঝেই ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন রাশমিকা।পুষ্পা ২’–এর গানের দৃশ্যে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এক্স থেকে
জানা গেছে, জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী। যে কারণে সাময়িকভাবে শুটিংও স্থগিত করা হয়েছে তার। যদিও সালমান-রাশমিকার ‘সিকান্দার’ সিনেমার শেষ শিডিউলের শুটিং মুম্বাইতেই করবেন বলে জানা গেছে।
‘সিকান্দার’ সিনেমায় সালমান-রাশমিকা ছাড়াও আরও রয়েছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ ও অঞ্জিনি ধাওয়ান প্রমুখ। চলতি বছরের মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
প্রসঙ্গত, এ মুহূর্তে ‘সিকান্দার’ ছাড়াও রাশমিকার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ও ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ সিনেমায় দেখা যাবে তাকে।
সংবাদ তৈরির ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ বানানো জটিল...
কম্বোডিয়া ও থাইল্যান্ড যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ জুলাই) ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, শিগগিরই...
২০৫০ সাল নাগাদ, অর্থাৎ আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে লিভার ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হতে পারে। স্থূলতা, মদ্যপান ও হেপাটাইটিস (যকৃতে প্রদাহ)...