রামাল্লায় আল জাজিরা অফিসে ইসরায়েলি সেনাদের তল্লাশি, বন্ধের নির্দেশ

0
11
রামাল্লা শহরের আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় তারা প্রাথমিকভাবে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।
 
রোববার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
 
এতে বলা হয়, আল জাজিরার বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এসেছে ইসরায়েল। তারা ৪৫ দিনের জন্য আল জাজিরার অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আল জাজিরার কর্মীদের তাদের ব্যক্তিগত জিনিসপত্র ও ক্যামেরা নিয়ে অবিলম্বে অফিস ত্যাগ করতে বলা হয়েছে।
 
ইসরায়েলি সেনাদের অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল-ওমরি জানান, সাংবাদিকদের এইভাবে টার্গেট করার লক্ষ্যই হলো সবসময় সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য শোনা থেকে বিরত রাখা।
 
এর আগে, গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার।
 
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের এই হামলায় এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
 
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.