রাধিকার এই লেহেঙ্গার দামে কেনা যাবে বিলাসবহুল ফ্ল্যাট

0
87
রাধিকা

আর এক মাস পর ভারতের অন্যতম আলোচিত, খরুচে বিয়েটা হতে চলেছে। ঠিকই ধরেছেন, আম্বানি বাড়ির ছোট পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ১২ জুলাই। ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। ১৩ তারিখে হবে ‘শুভ আশীর্বাদ’। ১৪ তারিখে ‘মঙ্গল উৎসব’। বিয়ের কনে রাধিকা মার্চেন্ট তাই বছরজুড়েই আছেন আলোচনায়। ছবি, ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। ইতিমধ্যে সরলতা, মিষ্টি হাসি আর ফ্যাশনবোধ নিয়ে জায়গা করে নিয়েছেন কোটি তরুণের হৃদয়ে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক আরও তথ্য।

রাধিকা মার্চেন্ট তাঁর সৌন্দর্য আর ফ্যাশনবোধ নিয়ে বলিউডের প্রথম সারির যেকোনো তারকাকে পেছনে ফেলতে পারবেন
রাধিকা মার্চেন্ট তাঁর সৌন্দর্য আর ফ্যাশনবোধ নিয়ে বলিউডের প্রথম সারির যেকোনো তারকাকে পেছনে ফেলতে পারবেনছবি: ইনস্টাগ্রাম থেকে

বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের বড় কন্যা রাধিকা। ভারতের ওষুধশিল্পের টাইকুন হিসেবে পরিচিত বীরেন। তিনি অ্যাঙ্কর হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ভাইস চেয়ারম্যান। আর ব্যবস্থাপনা পরিচালকের পদে আছেন শায়লা
বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের বড় কন্যা রাধিকা। ভারতের ওষুধশিল্পের টাইকুন হিসেবে পরিচিত বীরেন। তিনি অ্যাঙ্কর হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ভাইস চেয়ারম্যান। আর ব্যবস্থাপনা পরিচালকের পদে আছেন শায়লাছবি: ইনস্টাগ্রাম থেকে

তিনি যা–ই পরেন, যা–ই করেন, তা–ই হয় খবরের শিরোনাম। অ্যাঙ্কর হেলথকেয়ারের অন্যতম পরিচালক হিসেবে আছেন রাধিকা। পাশাপাশি তাঁর বোন অঞ্জলি মার্চেন্টও আছেন একই ভূমিকায়
তিনি যা–ই পরেন, যা–ই করেন, তা–ই হয় খবরের শিরোনাম। অ্যাঙ্কর হেলথকেয়ারের অন্যতম পরিচালক হিসেবে আছেন রাধিকা। পাশাপাশি তাঁর বোন অঞ্জলি মার্চেন্টও আছেন একই ভূমিকায়ছবি: ইনস্টাগ্রাম থেকে

আম্বানি বাড়ির ছোট বউ তাঁর হবু শাশুড়ি নীতা আম্বানির মতোই নাচে পারদর্শী। নৃত্যগুরু ভাবনা ঠাকুরের কাছ থেকে আট বছর ভরতনাট্যমের তালিম নেন তিনি
আম্বানি বাড়ির ছোট বউ তাঁর হবু শাশুড়ি নীতা আম্বানির মতোই নাচে পারদর্শী। নৃত্যগুরু ভাবনা ঠাকুরের কাছ থেকে আট বছর ভরতনাট্যমের তালিম নেন তিনিছবি: ইনস্টাগ্রাম থেকে

আম্বানি পরিবারের আয়োজনে নৃত্য সন্ধ্যায় রাধিকা আর নীতা একসঙ্গে নেচেছেনও
আম্বানি পরিবারের আয়োজনে নৃত্য সন্ধ্যায় রাধিকা আর নীতা একসঙ্গে নেচেছেনওছবি: ইনস্টাগ্রাম থেকে

রাধিকা ও অনন্ত দুজনই ভারতের শিল্পপতি পরিবারের সদস্য। যদিও আম্বানি পরিবারের তুলনায় মার্চেন্ট পরিবারের সম্পদ নগণ্য। তবে ছোটবেলা থেকেই রাধিকা ও অনন্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কলেজে পড়ার সময় তাঁদের এই সম্পর্ক আরও গভীর হয়
রাধিকা ও অনন্ত দুজনই ভারতের শিল্পপতি পরিবারের সদস্য। যদিও আম্বানি পরিবারের তুলনায় মার্চেন্ট পরিবারের সম্পদ নগণ্য। তবে ছোটবেলা থেকেই রাধিকা ও অনন্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কলেজে পড়ার সময় তাঁদের এই সম্পর্ক আরও গভীর হয়ছবি: ইনস্টাগ্রাম থেকে

পাঁচ বছর ধরে এক ছাদের নিচে থাকছেন এই দুজন
পাঁচ বছর ধরে এক ছাদের নিচে থাকছেন এই দুজন ছবি: ইনস্টাগ্রাম থেকে

নিজের ফ্যাশন দিয়ে কখনো ভক্তদের হতাশ করেননি রাধিকা
নিজের ফ্যাশন দিয়ে কখনো ভক্তদের হতাশ করেননি রাধিকা ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পেস্টাল নীলরঙা লেহেঙ্গায় কফি হাতে এভাবেই পোজ দেন
ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পেস্টাল নীলরঙা লেহেঙ্গায় কফি হাতে এভাবেই পোজ দেন ছবি: ইনস্টাগ্রাম থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে স্নাতক করেন রাধিকা। ট্রেকিং আর সাঁতারেও পারদর্শী তিনি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে স্নাতক করেন রাধিকা। ট্রেকিং আর সাঁতারেও পারদর্শী তিনি ছবি: ইনস্টাগ্রাম থেকে

আম্বানি পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অনন্ত আম্বানির পাশেই দেখা গেছে রাধিকাকে। ইশা আম্বানি ও আকাশ আম্বানির বিয়ের সব আয়োজনে অনন্তর হাত ধরে দেখা দিয়েছেন রাধিকা
আম্বানি পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অনন্ত আম্বানির পাশেই দেখা গেছে রাধিকাকে। ইশা আম্বানি ও আকাশ আম্বানির বিয়ের সব আয়োজনে অনন্তর হাত ধরে দেখা দিয়েছেন রাধিকা ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইতালিতে দ্বিতীয় প্রি–ওয়েডিংয়ের পার্টিতে সিনড্রেলা গাউনে দেখা দেন রাধিকা। পোশাকটি বিশেষভাবে তৈরি করেছে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ভারসাচে। সঙ্গে ছিল উপল আর হীরের নেকলেস
ইতালিতে দ্বিতীয় প্রি–ওয়েডিংয়ের পার্টিতে সিনড্রেলা গাউনে দেখা দেন রাধিকা। পোশাকটি বিশেষভাবে তৈরি করেছে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ভারসাচে। সঙ্গে ছিল উপল আর হীরের নেকলেস, ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রথম প্রি–ওয়েডিংয়ের একটা আয়োজনে ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা একটা সোনালিরঙা রাজকীয় লেহেঙ্গা চোলিতে দেখা দেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিন লাখ স্বরোভস্কি পাথর সংগ্রহ করে এই লেহেঙ্গায় ব্যবহার করা হয়েছে। পোশাকটি তৈরি করতে সময় লেগেছে ৫ হাজার ৭০০ ঘণ্টা
প্রথম প্রি–ওয়েডিংয়ের একটা আয়োজনে ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা একটা সোনালিরঙা রাজকীয় লেহেঙ্গা চোলিতে দেখা দেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিন লাখ স্বরোভস্কি পাথর সংগ্রহ করে এই লেহেঙ্গায় ব্যবহার করা হয়েছে। পোশাকটি তৈরি করতে সময় লেগেছে ৫ হাজার ৭০০ ঘণ্টা, ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রথম প্রি–ওয়েডিংয়ের শেষ আয়োজনে রাজকীয় কনের বেশে দেখা দেন রাধিকা
প্রথম প্রি–ওয়েডিংয়ের শেষ আয়োজনে রাজকীয় কনের বেশে দেখা দেন রাধিকা ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলানির রেশম আর জালি কাজের লেহেঙ্গা শাড়িতে দেখা দেন তিনি। টিস্যু কাপড়ের সোনার তন্তু দিয়ে হাতে এমব্রয়ডারির কাজ করা ওড়নাটি আলাদা করে নজর কেড়েছে
ভারতীয় ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলানির রেশম আর জালি কাজের লেহেঙ্গা শাড়িতে দেখা দেন তিনি। টিস্যু কাপড়ের সোনার তন্তু দিয়ে হাতে এমব্রয়ডারির কাজ করা ওড়নাটি আলাদা করে নজর কেড়েছে, ছবি: ইনস্টাগ্রাম থেকে

হাতে, গলায়, কানে ছিল প্রায় শতকোটি টাকার হিরের গয়না
হাতে, গলায়, কানে ছিল প্রায় শতকোটি টাকার হিরের গয়না ছবি: ইনস্টাগ্রাম থেকে

লেহেঙ্গাতেও জুড়ে দিয়েছিলেন হিরের গয়না
লেহেঙ্গাতেও জুড়ে দিয়েছিলেন হিরের গয়না, ছবি: ইনস্টাগ্রাম থেকে

এ লেহেঙ্গাটির দাম ৮ কোটি রুপি বা ১১ কোটি ২০ লাখ টাকা। এই টাকায় আপনি চাইলে ঢাকা শহরের অভিজাত এলাকায় লাক্সারি ফ্ল্যাটও কিনতে পারেন!
এ লেহেঙ্গাটির দাম ৮ কোটি রুপি বা ১১ কোটি ২০ লাখ টাকা। এই টাকায় আপনি চাইলে ঢাকা শহরের অভিজাত এলাকায় লাক্সারি ফ্ল্যাটও কিনতে পারেন!ছবি: ইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.