রাত ফুরালেই ব্রাজিল–আর্জেন্টিনার শিরোপা লড়াই

0
7
কাল সকালে মাঠে নামবে ব্রাজিল–আর্জেন্টিনা, এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এমন করুণ দশার পর অনেকে প্রতিযোগিতায় ব্রাজিলের শেষও দেখে ফেলেছিল। কিন্তু সেই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। বিশেষ করে চূড়ান্ত পর্বে এসে দারুণ নৈপুণ্য দেখিয়েছে দেশটি। টানা তিন ম্যাচ জিতে এখন শিরোপার স্বপ্নও দেখছে তারা।

অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে উড়ন্ত সূচনা পাওয়া আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে। চূড়ান্ত পর্বে গোল ব্যবধানে পিছিয়ে তালিকার দুইয়ে থাকলেও পয়েন্ট কিন্তু ব্রাজিলের সমান ৩ ম্যাচে ৯। ফলে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে তাদেরও। আর শিরোপা নিয়ে এই দোলাচলের মীমাংসা হয়ে যেতে পারে কাল সকাল ৭টার ম্যাচে।

চূড়ান্ত পর্বের ম্যাচে শুক্রবার সকালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অর্থাৎ ব্রাজিলের জন্য ম্যাচটি আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা নিশ্চিত করারও। সেটি করতে পাররে এক ঢিলে দুই পাখিও মারা হবে ‘সেলেসাও’দের।

কালকের ম্যাচটি অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনার শেষ ম্যাচ নয়। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। বর্তমানে ৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৯।

আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৬–০ গোলে হেরেছিল ব্রাজিল, এএফপি

এ পরিস্থিতিতে কাল যে দল জিতবে, সে দলের পয়েন্ট হবে ১২। এরপর শেষ দিনে তারা যদি হেরেও যায়, তাদের পয়েন্ট ১২-ই থাকবে। আর কাল হেরে যাওয়া দল শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্টও হবে ১২। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে কালকের ম্যাচে জেতা দলটির হাতেই উঠবে শিরোপা। অর্থাৎ কাল যে দল জিতবে, তাদের শিরোপা জয় নিশ্চিত।

তবে দুই দলই যদি পয়েন্ট ভাগাভাগি করে, তবে ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট হবে সমান ১০। তখন কিন্তু শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর শেষ ম্যাচেও যদি পয়েন্ট সমান হয়, তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।

সব মিলিয়ে প্রথম ম্যাচের ফল এবং শিরোপা জয়ের উপলক্ষ মিলিয়ে রোমাঞ্চকর এক ফাইনালেরই আভাস পাওয়া যাচ্ছে। এই ম্যাচ জিতলে শিরোপা ধরে রাখার পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করবে নিজেদের ১৩তম ট্রফি। আর আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের ষষ্ঠ মহাদেশীয় শিরোপা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.