রাজশাহীর গুটি আম নামবে কাল থেকে

0
95
গুটি আম

চলে এসেছে মধু মাস। বৃহস্পতিবার থেকে গুটি আম এবং ১৫ মে থেকে নামানো যাবে গোপালভোগ আম। ফলে আমপ্রেমীরা আর সামান্য অপেক্ষাতেই আমের স্বাদ নিতে পারবেন।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে আম নামানোর সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক শামীম আহমেদ এক সংবাদ সম্মেলনে এই সময়সীমা ঘোষণা করেন। এ সময় জেলা কৃষি বিভাগ, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ মে থেকে সকল প্রকার গুটি আম নামানো যাবে। ১৫ মে থেকে গোপালভোগ, ২০ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ বা লকনা, ২৫ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে আম্রপলি, ১৫ জুন ফজলি, ১০ জুলাই আশ্বিনা, বারি ফোর ও গৌড়মতি, ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে। আর বারোমাসি আম কাটিমন ও বারি ১১ আম সারাবছরই সংগ্রহ করা যাবে।

আম চাষি শফিকুল ইসলাম ছানা বলেন, নির্ধারিত তারিখ ঠিক আছে। তবে সব গুটি আম ৪ মে পাকবে না। কিছু কিছু গাছে আগাম গুটি আম পাকা শুরু হয়েছে। সেগুলো ৪ মে থেকে নামানো যাবে। তবে তা খুবই সামান্য। ঢালাওভাবে ভালো জাতের আম নামাতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.