রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

0
47
ট্রেন

রাজধানীর মহাখালী ও কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শ্রী সুনীল চন্দ্র সূত্রধর বলেন, রোববার দুপুর দেড়টার দিকে খবর পেয়ে মহাখালী রেলগেট এলাকার রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই ব্যক্তি অসতর্কভাবে রেল লাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রযুক্তি সহায়তায় নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। অসতর্কভাবে রেললাইনে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারিনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.