রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। সঙ্গে আছে ঘন কুয়াশা। আরও দুই থেকে তিনদিন সূর্যের দেখা মিলবে না। শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
আজ বুধবার রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা ওঠে ১২.৮ ডিগ্রিতে। আগের দিন মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রিতে। আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নামবে।
আবহাওয়া অফিস বলছে, সর্বোচ্চ তাপমাত্রা কমপক্ষে ২০ ডিগ্রির ওপরে থাকা প্রয়োজন। কিন্তু তা থাকছে না। ঘন কুয়াশা ও আকাশে মেঘ থাকায় দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। ঘণ্টায় চার থেকে পাঁচ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বইছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে।
এ কারণে দিনভর শীতে কাহিল হয়ে পড়ছেন রাজশাহী অঞ্চলের মানুষ। সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।
শীতের প্রকোপে ছিন্নমূল, পথশিশু, বৃদ্ধরা বেশি ভুগছেন। মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।