রাজধানীতে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি

0
11
রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী

চুরি, ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।  এ সময় দফায় দফায় তল্লাশি চালাতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া সদস্যদের।

শনিবার (১ মার্চ) রাত ১০টা থেকে রাজধানীর বিজয় সরণি, নিউ মার্কেট, আগারগাঁও ও মিরপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল দল এবং পুলিশ সমন্বয় করে এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ডিএমপির মুখপাত্র বলেন, ‘রমজান মাস উপলক্ষে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যৌথ বাহিনী এ অভিযান শুরু করেছে। ঢাকা শহরে আজ রাতে পাঁচশতাধিক স্থানে টহল ও শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহ হলেই গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাদক ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.