রাজধানীতে অস্ত্রধারীদের গুলি, ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

0
49
গুলিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীর আহত
রাজধানীতে অস্ত্রধারীদের গুলিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর রায়সাহেব বাজারে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস। তাৎক্ষণিকভাবে অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এসব অস্ত্রধারীরা পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ আছে।
 
এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বলেন, ‌‘গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য কোনো গ্রুপ দেখিনি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.