রাঙ্গামাটিতে হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0
123
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পাহাড়ের ক্ষুদ্র হস্তশিল্পের বিকাশ ঘটনা গেলে এই অঞ্চলের দারিদ্রতা দুর করা সম্ভব—- রেমলিয়ানা পাংখোয়া

পাহাড়ের ক্ষুদ্র হস্তশিল্পের বিকাশ ঘটনা গেলে এই অঞ্চলের দারিদ্রতা দুর করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তাই পাহাড়ের যুব সমাজকে হস্তাশিল্পের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে তোলার আহবান জানান।

১০ অক্টোবর মঙ্গলবার রাঙ্গামাটিতে হস্তশিল্প বিষয়ক ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এ কথা বলেন।

জেলা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইনস্টিটিউট হলরুমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

জেলা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক মিঠু বর্মণ, মারুফা আকতার প্রমুখ।

এ প্রশিক্ষণে বিভিন্ন সদর উপজেলাসহ ইউনিয়ন থেকে প্রশিক্ষনার্থীরা অংশ নেয়। আগামী ১৯ অক্টোবর প্রশিক্ষণের সমাপ্তি হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.